আলাপ:সিঙাড়া
আলোচনা যোগ করুনএই পাতাটি সিঙাড়া নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এটাতো দেখে সমুচা মনে হচ্ছে। সিঙ্গারা (অন্তত বাংলাদেশে প্রচলিত নাম) অন্যরকম হয়ে থাকে। ঐটা অনেকটা ফোলানো, ভিতরে আলু বা কলিজার পুর দেয়া থাকে। সমুচা তিন কোণা ও ভিতরে ভেজিটেবল বা মাংশের পুর দেয়া থাকে। --রাগিব (আলাপ | অবদান) ২২:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)
- কেউ একটা আসল সিঙাড়ার ছবি লাগিয়ে দিন। এটার আলাদা নাম আছে জানতাম না। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)
আমিও রাগিব ভাইয়ের ডেফিনিশনের শিঙারাটা চিনি। সিঙারা সামোসার চেয়ে বড় আর চামড়াটা (can you say that for the "skin" like in English?) খুব মোটা হয়। সিঙারা বেশীর ভাগ আলু আর মটর দিয়েই ভরা। সামোসা ছোটও হতে পারে, বড়ও হতে পারে। ভিতরে গরুগোশ, কিমা, মাছ, পনীর, বা বিভিন্ন ভেজিটেবেল থাকতে পারে। এই নিবন্ধের ছবি আর বর্ণনা পড়ে সামোসা (ঠিক বানানটা আসলেই সমুচা? জানতাম না ত!) মনে হচ্ছে। --সামীরুদ্দৌলা ০৬:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)
- কোনটা আসল বানান জানি না। বাংলাদেশে সমুচা, সমুসা, দুইটাই বলা হয়। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)
এ নিবন্ধটি আসলে সমুসার তথ্যসমূহ দেয়া রয়েছে। কেউ হয়তো ইংরেজি উইকিপিডিয়া হিতে সমুচার অনুবাদ করে সমুসার পাতায় যোগ না করে এ পাতায় যোগ করে দেয়া হয়েছে। যেহেতু সিঙাড়া হলো সমুসার বাংলাদেশী বা বাঙালী সংস্করণ সেহেতু এ নিবন্ধ হতে সমুসার তথ্য অপসারণ করা হল। আরেকটা কথা যদিও বাংলাদেশে সমুচা বা সমুসা দুটো বা এরকম আরো অনেক উচ্চারণ প্রচলিত তবুও আমার মনে হচ্ছে সমুসা নামটাই শুদ্ধ বা উপযুক্ত হবে। তাই দয়া করে কেউ সমুচা পাতাটিকে সমুসা শিরোনামে স্থানান্তর করুন।Great Hero32 (আলাপ) ২০:৫৬, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)