আলাপ:সীতাকুণ্ড পৌরসভা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পেৌরসভার মেয়র ও কাউন্সিলরদের নাম[সম্পাদনা]

মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, কাউন্সিলরবৃন্দ ১ নং ওয়ার্ড আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড মাইমুন উদ্দিন মামুন, ৩ নং ওয়ার্ড শামছুল আলম আজাদ ৪ নং ওয়ার্ড হারাধন চেৌধুরী বাবু ৫ নং ওয়ার্ড সফিউল আলম চেৌধুরী মুরাদ, ৬ নং ওয়ার্ড দিদারুল আলম এপেলো ৭ নং ওয়ার্ড মাসুদুল আলম ৮ নং ওয়ার্ড মফিজুর রহমান ৯ নং ওয়ার্ড জুলফিকার আলী মাসুদ শামীম

১৯৯৮ সালের ১ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। বর্তমানে এটি একটি ক শ্রেণীর পৌরসভা। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।

ওয়ার্ডভিত্তিক সীতাকুণ্ড পৌরসভার এলাকাসমূহ হল: ক্রম নং ওয়ার্ড নং ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম ০১ ১নং নুনাছড়া ও এয়াকুবনগর ০২ ২নং পন্থিছিলা ও শেখপাড়া ০৩ ৩নং দাশপাড়া, সোবানবাগ ০৪ ৪নং নীচতালুক, ভুইয়াপাড়া,গজারিয়া, প্রেমতলা ০৫ ৫নং চেৌধুরীপাড়া, মেৌলভীপাড়া ০৬ ৬নং নুলুয়াপাড়া, মেৌলভীপাড়া, বারৈপাড়া ০৭ ৭নং আমিরাবাদ, গোলাবাড়িয়া ০৮ ৮নং দ:ইদিলপুর, উ: ইদিলপুর ০৯ ৯নং শিবপুর

প্রশাসনিক গঠন[সম্পাদনা]

@Ibrahim Husain Meraj: ওয়ার্ডের নামগুলি সরানো কারণ কি? একটি পৌরসভা কি কি ওয়ার্ড নিয়ে গঠিত তার নাম থাকতে তো কোন অসুবিধা দেখি না। আফতাব (আলাপ) ২১:২২, ২৮ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman: ফিরিয়ে আনার মত দিলে ওয়ার্ডের নামগুলি আবার যুক্ত করে দেয়া যায়। তবে সব কিছুই তালিকা করে থাকায় নিবন্ধগুলো বর্ণনামূলক না হলে শুধুই তালিকা নির্ভর হয়ে গেছে। যাই হোক, আমি উইকি শৈলী অনুযায়ী ওয়ার্ডের নাম যোগ করে দিচ্ছি। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৫:০০, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]