যোগভ্রষ্ট (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যোগভ্রষ্ট
লেখকতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কাজের শিরোনামযবনিকা
দেশভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশকমিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা
প্রকাশনার তারিখ
১৯৬১
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা১৭২

যোগভ্রষ্ট হল বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। ১৩৬৬ বঙ্গাব্দে উল্টোরথ পত্রিকার পূজাসংখ্যায় এটি যবনিকা নামে প্রথম প্রকাশিত হয়।[১] ১৯৬১ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় উপন্যাসটির নামকরণ করা হয় যোগভ্রষ্ট[২]

এই উপন্যাসে তারাশঙ্করের অধ্যাত্ম-সন্ধান সর্বোচ্চ সীমায় উন্নীত হয়েছে। অধ্যাপক ড. অরুণকুমার মুখোপাধ্যায়ের মতে, "এখানে মানবতাবাদ নয়, গান্ধীবাদ বা সাম্যবাদ নয়, এক রহস্যময় অধ্যাত্মবাদের রূপায়ণ।"[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কয়েকটি কথা", তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যোগভ্রষ্ট, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৩৭৫ সংস্করণ, পৃ. এক
  2. মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ইংরেজি), মহাশ্বেতা দেবী, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি, ১৯৭৫ সংস্করণ, পৃ. ৭৩
  3. কালের প্রতিমা: বাংলা উপন্যাসের পঁচাত্তর বছর (১৯২৩-১৯৯৭), অরুণকুমার মুখোপাধ্যায়, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৯ সংস্করণ, পৃ. ৩৭-৩৮