লা লিগা পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এলএফপি পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)
প্রাক্তন বার্সেলোনা আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি যথাক্রমে ৬ এবং ৭ জয়ের সাথে লা লিগার সেরা খেলোয়াড় এবং সেরা আক্রমণভাগের খেলোয়াড়ের পুরস্কারে আধিপত্য বিস্তার করেছেন।

লা লিগা পুরস্কার (পূর্বে এলএফপি অ্যাওয়ার্ড বা এলএফপি পুরস্কার নামে পরিচিত ছিল) স্পেনীয় ফুটবলের প্রথম বিভাগ লা লিগায় লিগা দে ফুতবল প্রফেসিওনাল (এলএফপি) কতৃক সেরা খেলোয়াড় এবং কোচকে দেওয়া একটি বার্ষিক পুরস্কার। ২০০৮–০৯ মৌসুমে প্রতিষ্ঠিত এ পুরস্কারটি স্পেনীয় প্রতিযোগিতার ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক পুরস্কার।[১] প্রতিটি অবস্থানে লা লিগার সেরা কোচ এবং খেলোয়াড় (গোলরক্ষক, রক্ষণভাগ, মধ্যমাঠ এবং আক্রভাগের খেলোয়াড়) প্রত্যেক ক্লাবের অধিনায়ক এবং সহ-অধিনায়কদের ভোটের ভিত্তিতে নির্বাচিত করা হয়, যদিও সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে পরিসংখ্যানগত বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করা হয়।[২]

লা লিগা পুরস্কার তৈরির পর থেকে বার্সেলোনার খেলোয়াড়রা ছয়টি প্রধান বিভাগে ৩২টি সম্মাননা জিতেছে, যা অন্য যেকোনো ক্লাবের জয়ের সংখ্যার প্রায় তিনগুণ। বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি ছয়বার লা লিগার সেরা খেলোয়াড় এবং সাতবার লা লিগার সেরা আক্রমণভাগের খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, উভয়ই সর্বকালের রেকর্ড। সব আবস্থান জুড়ে অন্যান্য অসামান্য ব্যক্তিরা হলেন বার্সেলোনার মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা পাঁচটি জয়, বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা চারটি জয়, রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় সের্হিও রামোস চারটি জয় এবং রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এবং বার্সেলোনার ভিক্তর ভালদেস দুটি করে জয়।

২০১৫–১৬ মৌসুমের পরে পুরস্কারটির বেশিরভাগ বিভাগ বন্ধ হয়ে যায়।[৩]

প্রধান বিভাগ[সম্পাদনা]

বিজয়ী[সম্পাদনা]

মৌসুম বিভাগ
সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক সেরা রক্ষণভাগের খেলোয়াড় সেরা মধ্যমাঠের খেলোয়াড়[টীকা ১] সেরা আক্রমণভাগের খেলোয়াড় সেরা কোচ
২০০৮–০৯[৪] আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ) ব্রাজিল দানি আলভেস (বার্সেলোনা) স্পেন শাবি এর্নান্দেস (বার্সেলোনা)

স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন পেপ গার্দিওলা (বার্সেলোনা)
২০০৯–১০[৪] আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন ভিক্তর ভালদেস (বার্সেলোনা) স্পেন হেরার্দ পিকে (বার্সেলোনা) স্পেন শাবি এর্নান্দেস (বার্সেলোনা)

স্পেন হেসুস নাভাস (সেভিয়া)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন পেপ গার্দিওলা (বার্সেলোনা)
২০১০–১১[৪] আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন ভিক্তর ভালদেস (বার্সেলোনা) ফ্রান্স এরিক আবিদাল (বার্সেলোনা) স্পেন শাবি এর্নান্দেস (বার্সেলোনা)

স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন পেপ গার্দিওলা (বার্সেলোনা)
২০১১–১২[৪][৫] আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ) স্পেন সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ) স্পেন শাবি আলোনসো (রিয়াল মাদ্রিদ)

স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন পেপ গার্দিওলা (বার্সেলোনা)
২০১২–১৩[৬] আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) বেলজিয়াম তিবো কুর্তোয়া (আতলেতিকো মাদ্রিদ) স্পেন সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ) স্পেন আসিয়ের ইয়ারামেন্দি (রিয়াল সোসিয়েদাদ)

স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) আর্জেন্টিনা দিয়েগো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)
২০১৩–১৪[৭] পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) কোস্টা রিকা কেইলর নাভাস (লেভান্তে) স্পেন সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ) ক্রোয়েশিয়া Luka Modrić (রিয়াল মাদ্রিদ)

স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) আর্জেন্টিনা দিয়েগো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)
২০১৪–১৫[৮] আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) চিলি ক্লাউদিও ব্রাভো (বার্সেলোনা) স্পেন সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ) কলম্বিয়া হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ) আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) স্পেন লুইস এনরিকে (বার্সেলোনা)
২০১৫–১৬[৯][১০] ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান (আতলেতিকো মাদ্রিদ) স্লোভেনিয়া ইয়ান অবলাক (আতলেতিকো মাদ্রিদ) উরুগুয়ে দিয়েগো গোদিন (আতলেতিকো মাদ্রিদ) ক্রোয়েশিয়া লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ) আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা) আর্জেন্টিনা দিয়েগো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ)

অতিরিক্ত বিভাগ[সম্পাদনা]

মৌসুম বিভাগ
ন্যায্য খেলা/
ফেয়ার প্লে
যুগান্তকারী খেলোয়াড়/
ব্রেকথ্রু প্লেয়ার
বিশ্ব খেলোয়াড়[টীকা ২] ভক্তদের পাঁচ তারকা খেলোয়াড়
২০০৮–০৯[৪] স্পেন জুয়ান কার্লোস ভ্যালেরন (দেপোর্তিভো) স্পেন সের্হিও বুস্কেৎস্ (বার্সেলোনা) পুরস্কৃত করা হয়নি পুরস্কৃত করা হয়নি
২০০৯–১০[৪] স্পেন মার্কোস সেনা (ভিয়ারিয়াল) স্পেন পেদ্রো (বার্সেলোনা) পুরস্কৃত করা হয়নি পুরস্কৃত করা হয়নি
২০১০–১১[৪] স্পেন আলবার্তো রিভেরা (স্পোর্তিং গিয়ন) স্পেন ইকার মুনিয়াইন (অ্যাথলেটিক বিলবাও) পুরস্কৃত করা হয়নি পুরস্কৃত করা হয়নি
২০১১–১২[৪] স্পেন কার্লেস পুয়োল (বার্সেলোনা) স্পেন ইস্কো (মালাহা) পুরস্কৃত করা হয়নি পুরস্কৃত করা হয়নি
২০১২–১৩[৬] স্পেন ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ) স্পেন আসিয়ের ইয়ারামেন্দি (রিয়াল সোসিয়েদাদ) পুরস্কৃত করা হয়নি পুরস্কৃত করা হয়নি
২০১৩–১৪[৭] ক্রোয়েশিয়া ইভান রাকিতিচ (সেভিয়া) ব্রাজিল রাফিনিয়া (সেলতা ভিগো) কলম্বিয়া কার্লোস বাকা (সেভিয়া)
আলজেরিয়া ইয়াসিন ব্রাহিমি (গ্রানাদা)
পুরস্কৃত করা হয়নি
২০১৪–১৫[৮] পুরস্কৃত করা হয়নি পুরস্কৃত করা হয়নি ব্রাজিল নেইমার (বার্সেলোনা)
আলজেরিয়া সোফিয়ান ফেগৌলি (ভালেনসিয়া)
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
২০১৫–১৬[৯] পুরস্কৃত করা হয়নি স্পেন মার্কো আসেন্সিও (এস্পানিওল) উরুগুয়ে লুইস সুয়ারেস (বার্সেলোনা) ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান (আতলেতিকো মাদ্রিদ)

লা লিগার অন্যান্য সম্মাননা[সম্পাদনা]

নিম্নলিখিত পুরস্কারগুলো একবার উপস্থাপন করা হয়েছিল:

মৌসুম বিভাগ প্রাপক
২০১২–১৩[৬] সবচেয়ে মূল্যবান প্লেয়ার পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
২০১৩–১৪[৭] সেরা গোল পর্তুগাল ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)

মৌসুমসেরা খেলোয়াড়[সম্পাদনা]

মৌসুম বিভাগ প্রাপক
২০১৬–১৭[১১] সবচেয়ে মূল্যবান প্লেয়ার আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা)
২০১৭–১৮[১২] সবচেয়ে মূল্যবান প্লেয়ার আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা
২০১৮–১৯[১৩] সবচেয়ে মূল্যবান প্লেয়ার আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা)
২০১৯–২০[১৪] সবচেয়ে মূল্যবান প্লেয়ার ফ্রান্স করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
২০২০–২১[১৫] সবচেয়ে মূল্যবান প্লেয়ার স্লোভেনিয়া ইয়ান অবলাক (আতলেতিকো মাদ্রিদ)
২০২১–২২[১৬] সবচেয়ে মূল্যবান প্লেয়ার ফ্রান্স করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)

আফ্রিকার সেরা খেলোয়াড়[সম্পাদনা]

মৌসুম বিভাগ প্রাপক
২০২১–২২[১৭] আফ্রিকান এমভিপি মরক্কো ইয়াসিন বুনু (সেভিয়া)
২০২২–২৩[১৮] আফ্রিকান এমভিপি নাইজেরিয়া স্যামুয়েল চুকউয়েজ (ভিয়ারিয়াল)

মৌসুমসেরা দল[সম্পাদনা]

মৌসুম বিভাগ
গোলরক্ষক রক্ষণভাগের খেলোয়াড় মধ্যমাঠের খেলোয়াড় আক্রমণভাগের খেলোয়াড়
২০১৩–১৪[১৯] বেলজিয়াম তিবো কুর্তোয়া (আতলেতিকো মাদ্রিদ) স্পেন হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ)
ফ্রান্স এমেরিক লাপোর্ত (অ্যাথলেটিক বিলবাও)
উরুগুয়ে দিয়েগো গোদিন (আতলেতিকো মাদ্রিদ)
ব্রাজিল ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ)
স্পেন আন্দের ইতুরাপসে (অ্যাথলেটিক বিলবাও)
স্পেন গাবি (আতলেতিকো মাদ্রিদ)
স্পেন কোকে (আতলেতিকো মাদ্রিদ)
ক্রোয়েশিয়া ইভান রাকিতিচ (সেভিয়া)
স্পেন দিয়াগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ)
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
২০১৪–১৫[২০] চিলি ক্লাউদিও ব্রাভো (বার্সেলোনা) ব্রাজিল দানি আলভেস (বার্সেলোনা)
আর্জেন্টিনা নিকোলাস ওতামেন্দি (ভালেনসিয়া)
স্পেন হেরার্দ পিকে (বার্সেলোনা)
স্পেন জর্দি আলবা (বার্সেলোনা)
পোল্যান্ড জেগশ ক্রিখোভিয়াক (সেভিয়া)
ক্রোয়েশিয়া ইভান রাকিতিচ (বার্সেলোনা)
কলম্বিয়া হামেস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ)
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা)

ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান (আতলেতিকো মাদ্রিদ)
২০১৫–১৬[২১] স্লোভেনিয়া ইয়ান অবলাক (আতলেতিকো মাদ্রিদ) স্পেন সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ)
উরুগুয়ে দিয়েগো গোদিন (আতলেতিকো মাদ্রিদ)
স্পেন হেরার্দ পিকে (বার্সেলোনা)
ব্রাজিল মার্সেলো ভিয়েরা (রিয়াল মাদ্রিদ)
স্পেন আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা)
স্পেন সের্হিও বুস্কেৎস্ (বার্সেলোনা)
ক্রোয়েশিয়া লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ)
পর্তুগাল ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
আর্জেন্টিনা লিওনেল মেসি (বার্সেলোনা)

উরুগুয়ে লুইস সুয়ারেস (বার্সেলোনা)
২০২১–২২[২২] বেলজিয়াম তিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ) আর্জেন্টিনা মার্কোস আকুনিয়া (সেভিয়া)
অস্ট্রিয়া ডেভিড আলাবা (রিয়াল মাদ্রিদ)
ফ্রান্স জুল কুন্দে (সেভিয়া)
ব্রাজিল এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)
উরুগুয়ে রোনাল্দ আরাউহো (বার্সেলোনা)
স্পেন সের্হিও কানালেস (রিয়াল বেতিস)
ফ্রান্স নাবিল ফেকির (রিয়াল বেতিস)
ক্রোয়েশিয়া লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ)
স্পেন ইকের মুনিয়াইন (অ্যাথলেটিক বিলবাও)
স্পেন পেদ্রি (বার্সেলোনা)
ফ্রান্স করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
স্পেন রাউল দে তমাস (এস্পানিওল)
পর্তুগাল জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ)
ব্রাজিল ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
২০২২–২৩[২৩] জার্মানি মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা) আর্জেন্টিনা নাউয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)

ফ্রান্স জুল কুন্দে (বার্সেলোনা)
ব্রাজিল এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)
স্পেন দাভিদ গার্সিয়া (ওসাসুনা)
স্পেন আলেহান্দ্রো বালদে (বার্সেলোনা)
স্পেন গাব্রি ভেইহা (সেলতা ভিগো)
উরুগুয়ে ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ)
স্পেন মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ)
স্পেন পেদ্রি (বার্সেলোনা)
ক্রোয়েশিয়া লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ)
ফ্রান্স অঁতোয়ান গ্রিয়েজমান (আতলেতিকো মাদ্রিদ)
ফ্রান্স করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)
পোল্যান্ড রবের্ত লেভানদোভস্কি (বার্সেলোনা)
ব্রাজিল ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

টীকা

  1. ২০১৫ পর্যন্ত বিভাগটি সেরা মধ্যমাঠের খেলোয়াড় (প্রথম তালিকাভুক্ত) এবং সেরা আক্রমনাত্মক মধ্যমাঠের খেলোয়াড়ে বিভক্ত ছিল।
  2. ২০১৪ এবং ২০১৫ সালে বিভাগটি সেরা আমেরিকান খেলোয়াড় এবং সেরা আফ্রিকান খেলোয়াড়ে ভাগ করা হয়েছিল।

উদ্ধৃতি

  1. "Memoria de la Liga de Fútbol Profesional 2009–10" (পিডিএফ) (Spanish ভাষায়)। Liga de Fútbol Profesional। পৃষ্ঠা 149–152। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  2. "Prize categories in Premios LaLiga"। Liga de Fútbol Profesional। ২৮ নভেম্বর ২০১৫। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  3. "La Liga cancels 2016-17 award ceremony"। ESPN। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৮ 
  4. "Ganadores de las cuatro ediciones de premios de la LFP"ABC (Spanish ভাষায়)। Agencia EFE। ১৩ নভেম্বর ২০১২। ১৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  5. Paton, Rob (১৩ নভেম্বর ২০১২)। "LFP award winners announced | Football Espana"www.football-espana.net। ৩ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 
  6. Ben, Bloom (৩ ডিসেম্বর ২০১৩)। "Lionel Messi completes double at La Liga awards while Cristiano Ronaldo picks up newly created prize"The Daily Telegraph। ৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  7. Rigg, Nicholas (২৮ অক্টোবর ২০১৪)। "Atlético Madrid snubbed at La Liga awards despite winning league ahead of Spanish giants Real Madrid and Barcelona"The Independent। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  8. "Messi beats Ronaldo to top prize at La Liga awards"। ৩০ নভেম্বর ২০১৫। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  9. "Griezmann named La Liga player of year, Diego Simeone top coach"ESPN FC। ২৪ অক্টোবর ২০১৬। ২৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৬ 
  10. Garcia, Adriana (১৭ অক্টোবর ২০১৭)। "La Liga cancels 2016-17 award ceremony"ESPN.com (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৯ 
  11. "Lionel Messi Beats Cristiano Ronaldo To La Liga Best Player Award"soccerladuma। ১৯ ডিসেম্বর ২০১৭। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭ 
  12. "Leo Messi reçoit le Pichichi et MVP de la Liga 2017–18"। FC Barcelona। ১২ নভেম্বর ২০১৮। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮ 
  13. "Lionel Messi wins La Liga best player award for 2018-19 season"barcablaugranes.com। ১৭ ডিসেম্বর ২০১৯। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৯ 
  14. "Benzema, mejor jugador de LaLiga 2019–20"। Bein Sports। ২১ ডিসেম্বর ২০২০। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০ 
  15. "¡Oblak, 'MVP' de LaLiga 20/21 por delante de Messi y Suárez!"। Mundo Deportivo। ১১ জুন ২০২১। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১ 
  16. "Karim Benzema wins the Alfredo Di Stefano award for the Best Player in La Liga"। Madrid Universal। ২৮ সেপ্টেম্বর ২০২২। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২ 
  17. "The MVP african 2021/22"। Morocco World News। ১৫ জুন ২০২২। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২২ 
  18. "Villarreal CF's Samuel Chukwueze is the 2022/2023 LaLiga Santander African MVP Award winner."। La Liga। ৬ জুন ২০২৩। ১২ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৩ 
  19. "The Liga BBVA team of the season"। Liga de Fútbol Profesional। ১৯ মে ২০১৪। ৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  20. "The 2014–15 Liga BBVA Ideal XI"। Liga de Fútbol Profesional। ১৫ জুন ২০১৫। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬ 
  21. "The Liga BBVA 2015–16 Team of the Season"। Liga de Fútbol Profesional। ১ জুন ২০১৬। ১৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬ 
  22. "The 2021-22 La Liga Team of the Season"। Liga de Fútbol Profesional। ২৬ মে ২০২২। ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২ 
  23. "Los Premios 'Team Of The Season' de EA SPORTSTM y LaLiga revelan a los mejores 15 jugadores de la temporada"। La Liga। ১৯ মে ২০২৩। ২০ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০২৩