ক্লাউদিও ব্রাভো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লাউদিও ব্রাভো
চিলি দলের হয়ে ২০১৩ সালে ব্রাভো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ
জন্ম (1983-04-13) ১৩ এপ্রিল ১৯৮৩ (বয়স ৪১)
জন্ম স্থান ভিলুকো, চিলি
উচ্চতা ১.৮৫ মি (৬ ফু ১ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়েল বেতিস
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
কোলো কোলো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০২-২০০৬ কোলো কোলো ১২৩ (০)
২০০৬-২০১৪ রিয়াল সোসিয়েদাদ ২২৯ (১)
২০১৪–২০১৬ বার্সেলোনা ৭০ (০)
২০১৬–২০১৯ ম্যানচেস্টার সিটি (০)
২০১৯– রিয়েল বেতিস (০)
জাতীয় দল
২০০৪ চিলি অনূর্ধ্ব-২৩ (০)
২০০৪– চিলি ১০৬ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮ অগাস্ট ২০১৬ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ জুন ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাউদিও আন্দ্রেস ব্রাভো মুনোজ (জন্মঃ ১৩ এপ্রিল ১৯৮৩), যিনি ক্লাউদিও ব্রাভো নামে পরিচিত, ইংলিশ প্রিমিয়ার লিগ এর দল ম্যানচেস্টার সিটিচিলি দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। তিনি কোলো কোলোর হয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সালে তিনি লা লিগার দল রিয়াল সোসিয়েদাদ এ যোগ দেন। ১৪ ফেব্রুয়ারি ২০১০, তিনি জিমনাস্টিক দি তারাগোনার বিপক্ষে ফ্রি-কিক থেকে তার প্রথম গোল করেন। ২০১৪ সালে তিনি দ্বিতীয় চিলিয়ান ফুটবলার হিসেবে বার্সেলোনায় যোগ দেন। ২০১৬ সালে তিনি ১ কোটি ৭০ লক্ষ ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটি তে যোগ দেন।

ক্লাউদিও ব্রাভো চিলি অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছেন। ১১ জুলাই ২০০৪ প্যারাগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার ম্যাচে তার চিলি জাতীয় দল এ অভিষেক হয়। তিনি চিলির হয়ে চারটি কোপা আমেরিকা ও দুটি বিশ্বকাপ খেলেছেন। বরতমানে তিনি চিলি দলের অধিনায়ক ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। তিনি ২০১৫ ও ২০১৬ সালে চিলি দলের কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন।

ক্যারিয়ার পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

১৮ আগস্ট ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
কোলো কোলো ২০০৩ ২৫ ২৬
২০০৪ ৪০ ৪৫
২০০৫ ৩৯ ৪১
২০০৬ ১৯ ২১
মোট' ১২৩ ১০ ১৩৩
রিয়াল সোসিয়েদাদ ২০০৬-০৭ ২৯ ৩০
২০০৭-০৮
২০০৮-০৯ ৩২ ৩২
২০০৯-১০ ২৫ ২৫
২০১০-১১ ৩৮ ৩৮
২০১১-১২ ৩৭ ৩৭
২০১২-১৩ ৩১ ৩১
২০১৩-১৪ ৩৭ ৪৪
মোট ২২৯ ২৩৭
বার্সেলোনা ২০১৪-১৫ ৩৭ ৩৭
২০১৫-১৬ ৩২ ৩৫
২০১৬-১৭
মোট ৭০ ৭৫
সর্বমোট ৪২২ ১৭ ৪৪৫

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৬ জুন ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।
চিলি
বছর উপস্থিতি গোল
২০০৪
২০০৫
২০০৬
২০০৭ ১২
২০০৮ ১০
২০০৯
২০১০
২০১১ ১৪
২০১২
২০১৩ ১২
২০১৪
২০১৫ ১২
২০১৬
মোট ১০৬

অর্জন[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

কোলো কোলো
  • ক্যাম্পেন্তো ন্যাসিওনালঃ ২০০৬
রিয়াল সোসিয়েদাদ
  • সেগুন্দা দিভিসিওনঃ ২০০৯-১০
বার্সেলোনা

আন্তর্জাতিক[সম্পাদনা]

চিলি

ব্যক্তিগত[সম্পাদনা]

  • লা লিগা বর্ষসেরা দলঃ ২০১৪-১৫
  • কোপা আমেরিকা টুর্নামেন্ট সেরা দলঃ ২০১৫, ২০১৬
  • জামোরা ট্রফিঃ ২০০৮-০৯ (সেগুন্দা দিভিসিওন), ২০১৪-১৫
  • কোপা আমেরিকা সেরা গোলরক্ষকঃ ২০১৫, ২০১৬

তথ্যসূত্র[সম্পাদনা]