বিষয়বস্তুতে চলুন

কল্পনা (কাব্য)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কল্পনা
লেখকরবীন্দ্রনাথ ঠাকুর
দেশভারত
ভাষাবাংলা
ধরনকবিতা
প্রকাশনার তারিখ
১৯০০

কল্পনা হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বিখ্যাত বাংলা কাব্যগ্রন্থ।[১] এটি ১৯০০ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্তবর্তী পর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।[২] এতে সর্বমোট ৫২ টি কবিতা রয়েছে।[৩] রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসে "কল্পনা" থেকে ১টি কবিতা অন্তর্ভুক্ত করেছেন।[৪]

উৎসর্গ[সম্পাদনা]

রবীন্দ্রনাথ "কল্পনা" কাব্যগ্রন্থটি তাঁর বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে উৎসর্গ করেন।[৫]

কবিতার তালিকা[সম্পাদনা]

"কল্পনা" কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলি হল[৩]

  1. দুঃসময়
  2. বর্ষামঙ্গল
  3. চৌরপঞ্চাশিকা
  4. স্বপ্ন
  5. মদনভস্মের পূর্বে
  6. মদনভস্মের পর
  7. মার্জনা
  8. চৈত্ররজনী
  9. স্পর্ধা
  10. পিয়াসী
  11. পসারিনী
  12. ভ্রষ্ট লগ্ন
  13. প্রণয়প্রশ্ন
  14. আশা
  15. বঙ্গলক্ষ্মী
  16. শরৎ
  17. মাতার আহ্বান
  18. ভিক্ষায়াং নৈব নৈব চ
  19. হতভাগ্যের গান
  20. জুতা-আবিষ্কার
  21. সে আমার জননী রে
  22. জগদীশচন্দ্র বসু
  23. ভিখারি
  24. যাচনা
  25. বিদায়
  26. লীলা
  27. নববিরহ
  28. লজ্জিতা
  29. কাল্পনিক
  30. মানসপ্রতিমা
  31. সংকোচ
  32. প্রার্থী
  33. সকরুণা
  34. বিবাহমঙ্গল
  35. ভারতলক্ষ্মী
  36. প্রকাশ
  37. উন্নতিলক্ষণ
  38. অশেষ
  39. বিদায়
  40. বর্ষশেষ
  41. ঝড়ের দিনে
  42. অসময়
  43. বসন্ত
  44. ভগ্ন মন্দির
  45. বৈশাখ
  46. রাত্রি
  47. অনবচ্ছিন্ন আমি
  48. জন্মদিনের গান
  49. পূর্ণকাম
  50. পরিণাম

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কবিতা | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 
  2. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ড. দুলাল চক্রবর্তী, জুুলাই - ২০০৭, বাণী বিতান।
  3. কল্পনা – রবীন্দ্র রচনাবলী
  4. "গীতাঞ্জলি - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  5. "কল্পনা - উৎসর্গ, ১ | রবীন্দ্র রচনাবলী"rabindra-rachanabali.nltr.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]