বিষয়বস্তুতে চলুন

২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ
বিবরণ
তারিখবাছাইপর্ব:
২৭ জুন – ২৯ আগস্ট ২০১৯
চূড়ান্ত পর্ব:
১৯ সেপ্টেম্বর ২০১৯ – ২৭ মে ২০২০
দলচূড়ান্ত পর্ব: ৪৮+৮
মোট: ১৫৮+৫৫ (৫৫টি অ্যাসোসিয়েশন থেকে)

২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগ উয়েফা কর্তৃক আয়োজিত ইউরোপীয় দলগুলোর ফুটবল প্রতিযোগিতার ৪৯তম আসর এবং উয়েফা কাপ হতে উয়েফা ইউরোপা লিগে নামে পরিবর্তন করার পর ১১তম আসর ছিল।

এই আসরের ফাইনাল পোল্যান্ডের গাডায়েন্সকের স্টেডিওন এনেরগা গাডায়েন্সকে অনুষ্ঠিত হবে।[] ২০১৯–২০ উয়েফা ইউরোপা লিগের বিজয়ী দল ২০২০ উয়েফা সুপার কাপে ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বিজয়ীর বিরুদ্ধে খেলার অধিকার অর্জন করবে। উক্ত খেলায় অংশগ্রহণকারী উভয় দল স্বয়ংক্রিয়ভাবে ২০২০–২১ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের জন্যও উত্তীর্ণ হয়ে যাবে এবং যদি তারা ইতিমধ্যে তাদের লিগ খেলার মধ্য দিয়ে যোগ্যতা উত্তীর্ণ হয়, তবে সংরক্ষিত আসনটি ২০১৯–২০ লিগ ১-এর ৩য় স্থান অধিকারী দলকে দেওয়া হবে, যারা বর্তমানে পরবর্তী মৌসুমের প্রবেশ তালিকায় ৫ম স্থানে রয়েছে।

এই আসরের নকআউট পর্ব হতে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রক্রিয়াটি ব্যবহার করা হবে।[]

চেলসি হচ্ছে উয়েফা ইউরোপা লিগের ইতিহাসে সর্বমোট ২ বার এবং বর্তমান চ্যাম্পিয়ন।[]

ইউরোপা লিগের শিরোপাধারী দল হওয়ার ফলে এবং একই সাথে তাদের লিগে খেলার মাধ্যমে চেলসি ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই, ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লিগে তাদের নিজেদের গ্রুপে তৃতীয় স্থান অর্জন করলেই চেলসি কেবলমাত্র তাদের ইউরোপা লিগের শিরোপা রক্ষণ করার প্রচেষ্টা করতে পারবে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Istanbul to host 2020 UEFA Champions League Final"UEFA.com। Union of European Football Associations। ২৪ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮ 
  2. "Format change for 2020/21 UEFA Nations League"। UEFA.com। ২৪ সেপ্টেম্বর ২০১৯। 
  3. Das, Andrew; Smith, Rory (১ জুন ২০১৯)। "Scoring Early and Late, Liverpool Beats Tottenham to Win Sixth Champions League Title"The New York Times। ১ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:উয়েফা ইউরোপা লিগ আসরসমূহ