সালাদ
প্রধান উপকরণ | ধরণভেদে সবজি, ফল, মাংস, ডিম, শস্যদানা এবং সস ইত্যাদি |
---|---|
ভিন্নতা | প্রচুর |
সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা প্রধানত ফল এবং কাঁচা সবজি দিয়ে তৈরি করা হয়। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে সালাদ বলতে সবুজ সালাদ, সবজি সালাদ, পাস্তা বা ডালের সালাদ, মাংস ও সামুদ্রিক খাদ্যের মিশ্র সালাদসহ বিভিন্ন প্রকারের খাদ্য বোঝায়[১][২][৩]। সালাদ মুলত বিভিন্ন ঠান্ডা অথবা গরম খাদ্যের এবং কাঁচা সবজি ও ফলের মিশ্রণ।
সালাদের প্রকারভেদ
[সম্পাদনা]সালাদ বিভিন্ন ধরনের হতে পারে। তেল, চর্বিযুক্ত খাবারের সাথে সালাদ পরিবেশন করা হয়। বিভিন্ন সামাজিক অনুষ্টানে সালাদ একটি সাধারণ, জনপ্রিয় ও প্রয়োজনীয় খাদ্যপদ। সালাদের এই প্রকারভেদের মধ্যে আছে সবজি সালাদ, নানা প্রকার টক মিষ্টি ফলের সালাদ, মাংশ সালাদ ইত্যাদি।
সবুজ সালাদ
[সম্পাদনা]নানা প্রকার সবুজ বা নরম পাতা জাতীয় সবজির মিশ্রনে এই সালাদ হয়। এই সালাদে কোনো প্রকার আমিষের মিশ্রণ থাকে না। সবুজ সালাদে বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, গাজর ইত্যাদি।
ফলের সালাদ
[সম্পাদনা]মৌসুমি ফল দিয়ে এই সালাদ তৈরি হয়।
চিত্রশালা
[সম্পাদনা]-
সবুজ সালাদ(Green Salad)
-
ডিম ও মেয়োনেজসহ আমেরিকান ঘরানার পটেটো সালাদ(potato salad)
-
সিজাম নু্ডল সালাদ (Sesame noodle salad)
-
ফলের সালাদ(Fruit salad)
-
পৃথিবীর সর্ববৃহৎ লেটুসের সালাদ.
-
বিট, গাজর ও শসা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা
- ↑ "salad"। Merriam-Webster। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।
- ↑ "salad"। Oxford Dictionaries। Oxford University Press। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৪।