বিষয়বস্তুতে চলুন

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
২০১৮-এর বিজয়ী: রেদওয়ান রনি
বিবরণসমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকারের পুরস্কার
দেশবাংলাদেশ
পুরস্কারদাতাবেসরকারী (স্কয়ার গ্রুপদৈনিক প্রথম আলো)
প্রথম পুরস্কৃত১৯৯৯
সর্বশেষ পুরস্কৃত২০১৯
বর্তমানে আধৃতরেদওয়ান রনি
(পাতা ঝরার দিন)
ওয়েবসাইটprothom-alo.com/mpaward

শ্রেষ্ঠ নাট্যকারের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার সমালোচকদের দৃষ্টিতে বাংলাদেশের টেলিভিশন নাট্যকারদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিলদৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের নাটক ও ধারাবাহিকের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[]

বিজয়ীদের তালিকা

[সম্পাদনা]
তারিক আনাম খান এই বিভাগের সর্বপ্রথম বিজয়ী
গিয়াস উদ্দিন সেলিম দুইবার এই পুরস্কার পান
মুহম্মদ জাফর ইকবাল একবার এই পুরস্কার পান
  • গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

১৯৯৮-২০০৯

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
মনোনীত নাটক সূত্র
১৯৯৮
(১ম)
তারিক আনাম খান
১৯৯৯
(২য়)
আবুল হায়াত উন্মেষ
গিয়াসউদ্দিন সেলিম দক্ষিণের ঘর
পান্না কায়সার কাহিনী
মাসুম আজিজ অন্তরে নিরন্তর
২০০০
(৩য়)
মাসুম রেজা
২০০১ (৪র্থ) রতন পাল সেই ভূবনে
২০০২ (৫ম) নুরুল আলম আতিক চতুর্থ মাত্রা []
২০০৩ (৬ষ্ঠ) গিয়াস উদ্দিন সেলিম []
২০০৪ (৭ম) গিয়াস উদ্দিন সেলিম
২০০৫ (৮ম) মুহম্মদ জাফর ইকবাল []
২০০৬ (৯ম) মাসুম রেজা মধুময়রা
২০০৭ (১০ম) লিটু সাখাওয়াত ফেরা
২০০৮
(১১তম)
নুরুল আলম আতিক, রঞ্জন রব্বানী একটি ফোন করা যাবে, প্লিজ... []
অনিমেষ আইচ নদীর নাম নয়নতারা
আলভী আহমেদ কুসুম ও মূর্খ মফিজের গল্প
২০০৯ (১২তম) নুরুল আলম আতিক বিকল পাখির গান []
আশরাফি মিঠু ছুটি
শিবু কুমার শীল কেউ নেই শূন্যতা

২০১০-এর দশক

[সম্পাদনা]
বছর
(আয়োজন)
মনোনীত নাটক সূত্র
২০১০
(১৩তম)
ইফতেখার আহমেদ ফাহমি সেলুলয়েড ম্যান
২০১১
(১৪তম)
মনোয়ার কবীর হলুদ []
আশরাফুল চঞ্চল শনিবার রাত ১০টা ৪০ মিনিট
আলভী আহমেদ তহমিনার দিনযাপন
২০১২
(১৫তম)
আজাদ আবুল কালাম সবুজ ভেলভেট
অনিমেষ আইচ নয়টার সংবাদ
শিবব্রত বর্মণ খেলা খেলা সারাবেলা
২০১৩
(১৬তম)
পান্থ শাহরিয়ার জং কুটুম্বপুর []
ওয়াহিদ আনাম পাড়ি
গোলাম কিবরিয়া ফারুকী পুরাঘটিত বর্তমান
২০১৪
(১৭তম)
মনিরুল ইসলাম রুবেল প্রতিদিন শনিবার [][১০]
২০১৫
(১৮তম)
আশরাফুল চঞ্চল অনিন্দিতা [১১]
অনিমেষ আইচ অনুগমন
রেদওয়ান রনি জেগে ওঠার গল্প
২০১৬
(১৯তম)
সারওয়ার জাহান জিমি যোগ বিয়োগ [১২]
মাসুম শাহরিয়ার হঠাৎ দেখা
সুমন আনোয়ার কমলা সুন্দরী
২০১৭
(২০তম)
আশফাক নিপুণ দ্বন্দ্ব সমাস [১৩]
অনিমেষ আইচ মায়াবতী
তানভীর আহসান বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
২০১৮
(২১তম)
রেদওয়ান রনি পাতা ঝরার দিন [১৪]
গোলাম সোহরাব দোদুল পুরান প্রেমের গপ্পো
তাসনিমুল তাজ, নাজমুল নবীন, ও মাহমুদুল হাসান আদনান মডার্ন টাইমস

একাধিকবার বিজয়ী

[সম্পাদনা]
৩ বার
২ বার

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কিছু টুকিটাকি..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  2. "কে কতটা এগিয়ে..."দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  3. "Meril-Prothom Alo Award handed over"দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৯। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  4. "Meril-Prothom Alo awards for 2005 given"দ্য ডেইলি স্টার। ১৩ মে ২০০৯। ১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  5. "Meril-Prothom Alo Award ceremony held"দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  6. Alom, Zahangir (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  7. আলম, জাহাঙ্গীর (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  8. "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  9. "Meril Prothom Alo Awards Gala Night"দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  10. "মেরিল–প্রথম আলো সমালোচক পুরস্কার ২০১৪"দৈনিক প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২ জুন ২০২০ 
  11. "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  12. "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৬: সেরা নাট্যকারের পুরস্কার সারওয়ার রেজা জিমির হাতে"দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭ 
  13. "টিভি নাটকে সমালোচক পুরস্কার পেলেন যাঁরা"দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 
  14. "সমালোচকদের রায়ে সেরা তিন পেল 'পাতা ঝরার দিন'"দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। ৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]