শেখ আবদুল আজিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ আবদুল আজিজ
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৭ ফেব্রুয়ারি ১৯২৯
টালিগাতি, মোড়েলগঞ্জ, বাগেরহাট, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৮ এপ্রিল ২০১৯
গুলশান-১, ঢাকা
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ
আইনজীবী

শেখ আবদুল আজিজ (২৭ ফেব্রুয়ারি ১৯২৯ – ৮ এপ্রিল ২০১৯) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদআইনজীবী। তিনি বাংলাদেশের যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে সর্বশেষ জীবিত ব্যক্তি।[১][২]

জীবনী[সম্পাদনা]

শেখ আবদুল আজিজ ১৯২৯ সালের ২৭ ফেব্রুয়ারি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার টালিগাতি গ্রামে জন্মগ্রহণ করেন।[৩][৪][৫] তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি পাশ করেন।[১][২][৪]

শেখ আবদুল আজিজ ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।[৪] ১৯৫৪ সালে তিনি প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ছাড়াও তিনি ১৯৭০ সালে পাকিস্তান আইনসভার সদস্য ও ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[৬][৭][৮] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের ৯ নম্বর সেক্টরের লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেছেন।[১][২][৪] তিনি ছিলেন স্বাধীনতা ঘোষণা কমিটির আহবায়ক।[১][২][৪]

দেশ স্বাধীনের পর তিনি বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় যোগাযোগ, কৃষি, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১][২] বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাকে গ্রেফতার করা হয়। ১৯৭৮ সালের জুন মাসে তিনি মুক্তি পান।[৬][৮]

শেখ আবদুল আজিজ ২০১৯ সালের ৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।[৯][১০][১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য শেখ আব্দুল আজিজ আর নেই"জনকণ্ঠ। ৯ এপ্রিল ২০১৯। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  2. "বঙ্গবন্ধুর সহচর ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল আজিজ আর নেই"ইত্তেফাক। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  3. "আ.লীগের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল আজিজ আর নেই, প্রধানমন্ত্রীর শোক"আমাদের সময়। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  4. "বঙ্গবন্ধুর সেই শেখ আব্দুল আজিজ আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  5. "আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ আর নেই"সময় টিভি। ৮ এপ্রিল ২০১৯। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  6. "জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর সহচর শেখ আব্দুল আজিজ"বাংলানিউজ২৪.কম। ৯ আগস্ট ২০১১। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  7. "সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজ কোমায়"প্রথম আলো। ১০ আগস্ট ২০১১। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  8. "বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আজিজ আর নেই"কালের কণ্ঠ। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  9. "বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য শেখ আব্দুল আজিজ আর নেই"বাংলানিউজ২৪.কম। ৮ এপ্রিল ২০১৯। ৫ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  10. "বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজ আর নেই"যুগান্তর। ৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯ 
  11. "বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আব্দুল আজিজ আর নেই"একুশে টেলিভিশন। ৮ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৯