মিনিট
অবয়ব
মিনিট সময় বা কোণের একক। সময়ের একক হিসেবে মিনিট হল এক ঘণ্টার ১/৬০ অংশ[১] এবং ৬০ সেকেন্ড। কোনো কোনো মিনিট ৬১ বা ৫৯ সেকেন্ডও হতে পারে (যখন লিপ ইয়ারের প্রতিপূরণ করার জন্যে লিপ সেকন্ড যোগ বা বিয়োগের প্রয়োজন হয়)। কোণের একক হিসেবে মিনিটের চাপ হল এক ডিগ্রির ১/৬০ অংশ বা চাপের ৬০ সেকেন্ড। যদিও এসআই পদ্ধতিতে মিনিটি সময় বা কোণের একক নয়, এটি দুই ক্ষেত্রেই এসআই পদ্ধতিতে ব্যবহারের জন্য গৃহীত হয়ে থাকে।[২] ঐতিহাসিকভাবে, মিনিট শব্দটি এসেছে লাতিন 'পারস মিনুটা প্রইমা', যার অর্থ, 'প্রথম ক্ষুদ্র অংশ'।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "What is the origin of hours, minutes and seconds?"। উইস্টিম। ২৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
What we now call a minute derives from the first fractional sexagesimal place
- ↑ "Non-SI units accepted for use with the SI, and units based on fundamental constants"। Bureau International de Poids et Mesures। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।