বিষয়বস্তুতে চলুন

ক্যান্ডেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আপেক্ষিক উজ্জ্বলতার ফটোটপিক (কালো রেখা) এবং স্কোটপিক (সবুজ রেখা)[] ফাংশন। এই ফটোটপিকে সিআইই ১৯৩১ আদর্শ মান[] (নিখুঁত কালো রেখা), জাড-ভসের ১৯৭৮ সনের পরিমার্জনকৃত উপাত্ত[] (ড্যাশ রেখা) সেই সাথে শার্প, স্টোকম্যান, জাগলা ও জেগলের ২০০৫ সনের উপাত্ত[] (ডট রেখা) অন্তর্ভুক্ত করা হয়েছে। অনভূমিক অক্ষ ন্যানোমিটারে তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করা হয়েছে।

ক্যান্ডেলা হলো কোন আলোক উৎসের দীপন তীব্রতা পরিমাপের এস আই একক (সংকেত cd) ১৯৭৯ সালে সংঘটিত এস আই একক নির্ধারক ষোড়শ জেনারাল কনফারেন্স অফ ওয়েটস আন্ড মেজারসের সংজ্ঞাঃ "The candela is the luminous intensity, in a given direction, of a source that emits monochromatic radiation of frequency 540×1012 hertz and that has a radiant intensity in that direction of 1/683 watt per steradian." অর্থাৎ কোন ৫৪০×১০১২ হার্জ কম্পাঙ্কের শুদ্ধ এক-কম্পাঙ্ক আলোক উৎসের দীপ্তির বিকীরণ তীব্রতা ১/৬৮৩ ওয়াট/স্টেরাডিয়ান হলে তার ঔজ্জ্বল্য তীব্রতাকে এক ক্যান্ডেলা বলে হবে।

মানব চোখ সাধারণত ৪০০ থেকে ৭০০ ন্যানোমিটার কম্পাংকের আলো সমূহ দেখতে পায়। কম্পাংক ৫৪০ টেরা (১০১২) হার্জ মানে তরঙ্গদৈর্ঘ ৫৫৫ ন্যানোমিটার যা সবুজ। আমাদের চোখ সবুজ আলোতে সবচেয়ে সংবেদনশীল। সাধারণ মোমবাতি ১ ক্যান্ডেলার মত আলো দেয়। একটি ১০০ ওয়াটের incandescent light bulb ১২০ ক্যান্ডেলা সমপরিমাণ আলো বিতরন করে। ফোকাস LED (মোবাইল এর টর্চ) তে ২০০০ mcd এর বেশি আলো হয়। []

তথ্যসূত্র

[সম্পাদনা]

Arnob