মালখানগর ইউনিয়ন
মালখানগর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে মালখানগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৩′৩২″ উত্তর ৯০°২৫′২৪″ পূর্ব / ২৩.৫৫৮৮৯° উত্তর ৯০.৪২৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
উপজেলা | সিরাজদিখান উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
মালখানগর ইউনিয়ন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ।
অবস্থান
[সম্পাদনা]ঢাকা থেকে সড়ক পথে ৩২ কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে অবস্থিত৷ এর উত্তর-পূর্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা র বক্তাবলি ইউনিয়ন‚দক্ষিণ-পূর্বে টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন‚ দক্ষিণ-পশ্চিমে মধ্যপাড়া ইউনিয়ন‚পশ্চিমে ইছাপুরা ইউনিয়ন ও উত্তরে বয়রাগাদি ইউনিয়ন অবস্থিত৷
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]মালখানগর ইউনিয়ন ১৪টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো হল: মালখানগর, গোড়াপীপাড়া, ফেগুনাসার, কাজীরবাগ, ফুরশাইল, নগরফুরশাইল, রায়েরবাগ, আরমহল, নাইশিং, নাটেশ্বর, বাড়ইপাড়া, রথবাড়ী, কৈবর্ত্তসার, দেবীপুরা।
ইতিহাস
[সম্পাদনা]এক সময় এই স্থানটি শহর ছিল। ফেগুনাসারে ১১ শতকের একটি শিব মন্দির আছে। এখানে ১১ শতকের আগে থেকে জনবসতি ছিল। মালখানগর গ্রামের পুরোনো কারুকার্যখচিত দালানগুলো কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে। এক সময়ের হিন্দু প্রধান এ এলাকাটিতে ছিল মুলত অভিজাত হিন্দুদের বাস। সেজন্যই এখানে বহু কালোপাথরের হিন্দু দেব-দেবীর মূর্তি আবিষ্কৃত হয়েছে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর অধিকাংশ হিন্দুই ভারতে চলে যান।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]মালখানগর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৬৬৬০৷ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩১১০ জন৷মোট পুরুষ ৮২০৯‚মোট নারী ৮৩৯১৷নারী ও পুরুষের অনুপাত ১০৩:১০১.৫ ৷
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]- বুদ্ধদেব বসু - কবি।
- মাণিক বন্দ্যোপাধ্যায়- লেখক
★মনমোহন মজুমদার।ভারতে সন্ন্যাসী হয়ে স্বামী সত্যানন্দ গিরি নামে পরিচিত(বাংলা ১৩০৩---১৩৭৮)ঝাড়গ্রাম,সেবায়তন,পশ্চিমবংগ,ভারত। ★শৈলেশমোহন মজুমদার,ভারতে সন্ন্যাসী হয়ে নাম হয় স্বামী শুদ্ধানন্দ গিরি (বাংলা ১৩১৪--১৪০০)ঝাড়গ্রাম,সেবায়তন,পশ্চিমবংগ,ভারত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |