বাঘড়া ইউনিয়ন
বাঘড়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে বাঘড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩২′১০″ উত্তর ৯০°১৭′৩৬″ পূর্ব / ২৩.৫৩৬১১° উত্তর ৯০.২৯৩৩৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
উপজেলা | শ্রীনগর উপজেলা ![]() |
ইউনিয়ন | বাঘড়া |
আয়তন | |
• মোট | ২৩.৮৬ বর্গকিমি (৯.২১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,৩৫৩ |
• জনঘনত্ব | ৮৫০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.৩৭ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বাঘড়া ইউনিয়ন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলার একটি ইউনিয়ন।
ঢাকার অদূরেই অবস্থিত এই ইউনিয়ন টি যেনো এক মডেল ইউনিয়ন।
ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]
বাঘড়া ইউনিয়নের মোট আয়তন ৫৮৯৬ একর। [১] গ্রাম - ১৮টি, মৌজা - ৩টি। [২]
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাঘড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২০৩৫৩ জন। এদের মধ্যে ১০২৬৫ জন পুরূষ এবং ১০০৮৮ জন মহিলা। [১]
ইতিহাস[সম্পাদনা]
স্বাধীনতার পর থেকে বর্তমান চেয়ারম্যান ব্যাতিত। বাঘড়ায় নির্বাচিত কোন চেয়ারম্যান'ই জীবিত নেই। এবং এদের মধ্যে যারাই মৃত্যুবরণ করেছেন কারোরই স্বাভাবিক মৃত্যু নয়। প্রত্যেকেই কারো না কারো হাতে হত্যা হয়েছে। উল্লেখ্য বাঘড়ায় প্রথম হত্যাকাণ্ড ঘটে ১৯৭৪ সালে। তৎকালীন ভাইস চেয়ারম্যান জমশের মাদবর কে নৃশংস ভাবে হত্যা করে বাঘড়ায় ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী এবং তার ভাই আবু তাহের। এঘটনার পরিপেক্ষিতেই যোগে যোগে অসংখ্য হত্যাকাণ্ড রচিত হয় বাঘড়ায়।
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার - ৪৮.৩৭% [১] প্রাথমিক বিদ্যালয় - ৭ টি মাধ্যমিক বিদ্যায় - ১ টি মাদরাসা - ৫ টি [২]
অর্থনীতি[সম্পাদনা]
বাঘড়া অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী একটি এলাকা।
যার মধ্যে গড়ে ৮৩ শতাংশ পরিবার স্বাবলম্বী বৈদেশিক উপার্জনের টাকায়।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
বাঘড়ায় সর্বকালের শ্রেষ্ঠ ব্যাক্তি হিসেবে গন্য করা হয়।
বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ও দুই বারের সফল চেয়ারম্যান।
মৃত শাহাবুদ্দিন খান মাস্টার কে।
দশনীয় স্থান[সম্পাদনা]
- বাঘড়া পদ্মা নদীর পার।
- চেয়ারম্যান বাড়ী।
বিবিধ[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "শ্রীনগর উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ "বাঘড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।