ব্যবহারকারী আলাপ:Zahidul71

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

পরামর্শ[সম্পাদনা]

প্রিয় ব্যবহারকারী, উইকিপিডিয়াতে পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনি নিবন্ধে অনেক ভালো সম্পাদনা করছেন কিন্তু কিছু কিছু জায়গায় কিছু পরামর্শ: ছোট নিবন্ধ তৈরি করবেন না এবং নিবন্ধ তৈরি করলে তথ্যসূত্রসহ নিবন্ধ তৈরি করুন। ছোট নিবন্ধ অনেক সময়ই অপসারণ করে দেওয়া হয়; বাংলা উইকিপিডিয়ার মান রক্ষা করতে। যে শব্দগুলো কমন এবং দুটি বানানই ব্যবহার হয় যেমন, পানি বা জল; এ ধরণের ক্ষেত্রে যে বানানটি আগে থেকে ব্যবহার করা হয়েছে সেটি পরিবর্তন করবেন না কারণ আগেও আলোচনা করেই ব্যবহার করা হচ্ছে। নিতান্তই যদি পরিবর্তনের প্রয়োজন মনে করেন তাহলে নিবন্ধের আলাপ পাতায় আলো একটি আলোচনার সূত্রপাত করবেন এবং অন্যদের মতামত নিয়ে তবেই পরিবর্তন করবেন। এরপর, কোন নিবন্ধের কোন অনুচ্ছেদ আউটডেটেড হলে পুরু অনুচ্ছেদটি মুছে না দিয়ে সেগুলো আপডেট করতে পারেন। আপনি এমনটি একটি থানার নিবন্ধে করেছিলেন। আর এমনিতে সম্পাদনা ভালোই হচ্ছে, চালিয়ে যান। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৯, ২২ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

কিশোর আলো নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

কিশোর আলো নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কিশোর আলো পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৩, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় ব্যবহারকারী, উপরের আপনার তৈরি নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ায় আইজাক আসিমভ নামে ইতিমধ্যেই রয়েছে অনুগ্রহ করে বিদ্যমান নিবন্ধটিতে সম্পাদনা করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৬, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

কোনো ছবি মুছবেননা[সম্পাদনা]

@মিস্টার জাহিদুল, আপনি প্রকাশ্য নগ্নতা পাতা থেকে দুটি ছবি মুছেছেন যা রীতিমত অন্যায়, এভাবে কোনো পাতা থেকে হুট করে কোনো ফটো মুছবেননা, মুছতে চাইলে পাতাটির আলাপ পাতায় অবশ্যই মন্তব্য রাখবেন। বিশাল খান (বার্তা) ০৭ঃ১০, ১৯ জানুয়ারী ২০১৭ (ইউটিসি)

এটি যদি আপনার তৈরি প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ তৈরিতে নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে উৎসাহিত করছি।

মাসরুর আরেফিন পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ বিচারধারার জি১১ অনুযায়ী, কারণ পাতাটি দ্ব্যর্থহীন বিজ্ঞাপন মনে হয়েছে যেটি শুধু একটি প্রতিষ্ঠান, পণ্য, সংগঠন, সেবা বা ব্যক্তির প্রচার করছে এবং পাতাটি গ্রহণযোগ্য হতে প্রাথমিক পর্যায়ের পুনর্লিখন আবশ্যক। দ্রুত অপসারণের সাধারণ বিচারধারা পড়ুন, বিশেষ করে জি১১ অনুচ্ছেদ, সাথে স্প্যাম বিষয়ে নির্দেশিকা পড়ুন।

যদি আপনি মনে করেন যে পাতাটি বিজ্ঞাপনমূলক নয়, তবে অপসারণের আপত্তি জানাতে নিবন্ধটির আলাপ পাতায় যেয়ে ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। আপনি পাতাটি সম্পাদনা করে সমস্যাটির সমাধান করতে পারেন কিন্তু পাতাটি থেকে দ্রুত অপসারণ ট্যাগ মুছবেন না। বিজ্ঞাপনমূলক লেখা মুছার সাথে বিশ্বকোষীয় তথ্য যুক্ত করা যেতে পারে এবং স্বাধীন নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি দেওয়া উচিত যাতে পাতাটি যাচাইযোগ্য হয়। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ১৭:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটা রিমুভ করবেন না। যাচাই বাচাই করুন আপনারাও। জাহিদুল ইসলাম সবুজ ১৭:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)

জুন 2020[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ ও উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপন বা প্রচারণামূলক উপকরণ অথবা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন মাসরুর আরেফিন-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪১, ২ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আন্দাজি জাহিদুল ইসলাম সবুজ ০৪:১৭, ৩ জুন ২০২০ (ইউটিসি)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান[সম্পাদনা]

সুপ্রিয় Zahidul71,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শহীদ সার্জেন্ট জহুরুল হক হল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১২:৩৩, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Zahidul71,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]