ব্যবহারকারী আলাপ:Aminul.0037

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Tanvir 360 কর্তৃক ৩ দিন আগে "সূত্র যোগ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

আনা ফ্রাঙ্ক নিবন্ধ প্রসঙ্গে[সম্পাদনা]

সুধী, শুভেচ্ছা নেবেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১-এ অংশ নেয়ায় আপনাকে ধন্যবাদ। আপনার মানোন্নয়নকৃত আনা ফ্রাঙ্ক নিবন্ধটি গৃহীত হয়েছে। তবে নিবন্ধটি কিছু সমস্যা রয়েছে, যেমন এই ব্যক্তির ক্ষেত্রে সর্বনাম হিসেবে তিনি ও সে দুটির ব্যবহার দেখা যাচ্ছে। উইকিপিডিয়ার নিরপক্ষতার নীতি অনুসারে সে-এর স্থলে তিনি এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ ক্রিয়ার ব্যবহার প্রয়োজন। এই নিবন্ধের ক্ষেত্রে এবং ভবিষ্যতে অন্যান্য নিবন্ধের ক্ষেত্রেও বিষয়টির দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।--ওয়াকিম (আলাপ) ২১:০৫, ২৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গত, আনা ফ্রাঙ্ক নিবন্ধটিতে কোন তথ্যসূত্র যোগ করেননি। যদি আপনি তথ্যসূত্র যোগ করার ব্যাপারটি না জেনে থাকেন তবে কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন তা এই টিউটোরিয়াল থেকে দেখে নিতে পারেন। তাছাড়া যেহেতু আপনি নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করেছেন, সেহেতু ইংরেজি নিবন্ধটির তথ্যসূত্রের কোডগুলো যথাস্থানে অনুলিপি করে বসিয়ে দিলেও হবে।--ওয়াকিম (আলাপ) ১০:০৩, ১০ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য। আমি উইকিপিডিয়ায় নতুন। তাই তথ্যসুত্র যোগ করার পদ্ধতি জানি না। আমি আপাতত ইংরেজি নিবন্ধ থেকে অনুলিপি করে তথ্যসুত্র যোগ করার চেষ্টা করবো। Aminul.0037 (আলাপ) ০৩:৩৫, ১১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা: তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী,
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক বা একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আপনাকে অভিনন্দন! আয়োজক দল ডিজিটাল সনদপত্র প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না। আপনার উইকি সম্পাদনা-যাত্রা শুভ হোক। প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে — তানভির (আলাপ) ০৯:৫৭, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Aminul.0037,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

‎উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১[সম্পাদনা]


সুপ্রিয় Aminul.0037,
পৃথিবীর ৫০ টি দেশের ৫৬ টি সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও গত ১লা জুলাই থেকে শুরু হয়েছে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ প্রতিযোগিতা। উইকিমিডিয়া বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক এই ক্যাম্পেইনটির বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী প্রথম ছয়দিনে উন্নয়নকৃত নিবন্ধসংখ্যার হিসেবে বাংলা উইকিপিডিয়া অন্যান্য উইকিপিডিয়া সম্প্রদায়গুলোর ভেতরে শীর্ষ অবস্থানে ছিল। বাংলা উইকিপিডিয়ার পরে ছিল যথাক্রমে সার্বীয় উইকিপিডিয়া, মেসেডোনীয় উইকিপিডিয়া, তেলেগু উইকিপিডিয়া। কিন্তু সপ্তম দিনে এসে সার্বীয় উইকিপিডিয়া প্রথম, ইংরেজি উইকিপিডিয়া দ্বিতীয় এবং বাংলা উইকিপিডিয়া তৃতীয় অবস্থানে চলে আসে। পুরো পরিসংখ্যানটি দেখতে ক্লিক করুন এখানে তাছাড়া বৈশ্বিক পরিসংখ্যানে প্রথম দশজন প্রতিযোগীর ভেতর বাংলা উইকিপিডিয়ার অন্তত দুজন সম্পাদক রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
বাংলা উইকিপিডিয়ার চিত্রবিহীন নিবন্ধগুলোতে চিত্র সংযোজনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে

শুভেচ্ছান্তে,
আয়োজক দল
১৫:১০, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৫৬, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সূত্র যোগ[সম্পাদনা]

সুধী, দয়া করে সময় পাওয়ামাত্র হ্যারি মার্টিনসন নিবন্ধে ইংরেজি উইকিপিডিয়া থেকে নিয়ে তথ্যসূত্রগুলো যোগ করে দিবেন। আপনার সুবিধার্থে ২ যুক্ত করা হয়েছে। তানভীর (আলাপঅবদান) ০৭:১১, ২ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন