পাখি (শিরোনামহীনের গান)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"পাখি"
ইচ্ছে ঘুড়ি অ্যালবাম থেকে
শিরোনামহীন কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত১ মে ২০০৬ (2006-05-01)
বিন্যাসসিডি
রেকর্ডকৃত২০০৫-২০০৬
স্টুডিওজি-সিরিজ
ধারাঅল্টারনেটিভ রক
দৈর্ঘ্য:১৬
লেবেলজি-সিরিজ
গীতিকারজিয়াউর রহমান জিয়া
প্রযোজকজি-সিরিজ
শিরোনামহীন কালক্রম কালক্রম
"বরষা"
(২০০৬)
"পাখি"
(২০০৬)
"ক্যাফেটেরিয়া"
(২০০৬)

"পাখি" বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের গান। এটি ২০০৬ সালের ১ মে প্রকাাশিত ইচ্ছে ঘুড়ি স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান। গানটি রচনা এবং সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং পরিবেশন করেছেন তানজির তুহিনঢাকার জি-সিরিজ প্রযোজনা সংস্থার অধীনে গানটি অ্যালবাম আকারে সিডি সংস্করণে প্রকাশিত হয়। গানটির একটি আনুষ্ঠানিক মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে, যেটি পরিচালনা করেছেন রোমো খান।[১] ২০০৬ সালে সিটিসেল-চ্যানেল আই মিউজিক পুরস্কার অনুষ্ঠানে সেরা গান বিভাগে পুরস্কার লাভ করে।[২]

গানের কথায় শহুরে সংকট প্রকাশের চেষ্টা থাকলেও শিরোনামহীন কোনও মন্তব্য বা পরামর্শ প্রদানের চেষ্টা করেনি।

কর্মীবৃন্দ[সম্পাদনা]

গানে এবং মিউজিক ভিডিওর সঙ্গে সম্পৃক্ত কর্মীবৃন্দ এবং শিল্পিগণ:[১]

অতিথি শিল্পী[সম্পাদনা]

  • যুবায়ের (পূর্ব-পশ্চিম): বাঁশি

অন্যান্য[সম্পাদনা]

  • রোমো খান - ভিডিও পরিচালনা
  • ঘুদি অনিমো - ভিডিও প্রযোজনা
  • চিন্ময় - অ্যানিমেশন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইউটিউবে শিরোনামহীন - পাখি [অফিসিয়াল মিউজিক ভিডিও]
  2. "দুই দশকের শিরোনামহীন"কালের কণ্ঠ। ২৬ মে ২০১৬। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]