বিষয়বস্তুতে চলুন

দাবা গুটির আপেক্ষিক মান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাবা খেলায় মোট ৬ প্রকার গুঁটি রয়েছে। রাজা, মন্ত্রী, গজ, ঘোড়া, নৌকা, বোড়ে। এই প্রতিটি গুটিরই আলাদা মান এবং চলাচল ভিন্ন।

রাজার [English:King) মান অসীম। কারণ দাবা খেলায় রাজাই প্রধান। তার উপরে কোন গুঁটি নেই।

সাদা রাজা
কালো রাজা
সাদা মন্ত্রী
কালো মন্ত্রী
সাদা হাতি
কালো হাতি

মন্ত্রী

[সম্পাদনা]

মন্ত্রী [English: Queen] দাবার দ্বিতীয় ক্ষমতাবান গুঁটি। এর মান ৯।

গজ কে হাতিও বলা হয়। ইংরেজিতে Bishop বলা হয়। এর মান ৩।

সাদা ঘোড়া
কালো ঘোড়া
সাদা নৌকা
কালো নৌকা
সাদা বোড়ে
কালো বোড়ে

ঘোড়া

[সম্পাদনা]

ঘোড়া কে ইংরেজিতে Knight বলা হয়। এর মান 2.5।

নৌকা কে ইংরেজিতে Rook বলা হয়। এর মান ৫।

বোড়ে

[সম্পাদনা]

বোড়ে কে ইংরেজিতে Pawn বলা হয়। এর মান ১।

তথ্যসূত্র

[সম্পাদনা]