গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম)
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাহবিগঞ্জ
উৎসবকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, সন্তদাস কাঠিয়াবাবা জন্ম ও তিরোভাব মহোৎসব
অবস্থান
অবস্থানবামৈ, লাখাই
দেশবাংলাদেশ বাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীবিট্রিশ আমলে স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখউনবিংশ শতাব্দী

গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম) বাংলাদেশের হবিগঞ্জর লাখাই উপজেলার বামৈ অবস্থিত[১]। এই মন্দিরের স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য পূর্ণনকশা বহু প্রচীন স্থাপত্য নির্দশন[২]। মন্দিরটি প্রায় ১৩২ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের ৫৫ তম আচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী সন্তদাস কাঠিয়াবাবা মহারাজ।[৩][৪][৫]

ইতিহাস[সম্পাদনা]

গোপাল জিউ আশ্রম (সন্তধাম) সনাতন ধর্মের নিম্বার্ক সম্প্রদায়ের মন্দির গুলোর মধ্যে অন্যতম। মন্দিরটি প্রায় ১৩২ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের ৫৪ তম আচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী সন্তদাস কাঠিয়াবাবা মহারাজ।[৬][৭]

স্থাপত্যশৈল্য নকশা[সম্পাদনা]

মন্দিরের বিভিন্ন জায়গায় নকশা ও কারুশিল্পে পরিপূর্ণ ও প্রাচীন আমলের স্থাপত্য নকশা রয়েছে।

মন্দির[সম্পাদনা]

এই মন্দিরে রাধাকৃষ্ণ, গোপাল, নিম্বার্ক সম্প্রদায়ের পরম্পরা আচার্য্য গণ প্রধান দেবতা। মন্দিরের প্রতিটি জায়গায় প্রাচীন আমলের স্থাপত্য নকশা রয়েছে। এই মন্দিরের একটি প্রধান মন্দির, নাট মন্দির, সাধু নিবাস ও বড় একটি পুকুর রয়েছে। প্রতি বছর নাট মন্দিরের মহানাম সংকীর্তন হয় ।

উৎসব[সম্পাদনা]

মন্দিরের প্রধান উৎসব মধ্যে হলোঃ-

  • শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা রাণীর জন্মাষ্টমী।
  • দোল যাত্রা, রাসপূর্ণিমা, ভগবত আলোচনা।
  • রামদাস কাঠিয়াবাবার জন্ম ও তিরোভাব মহোৎসব।
  • সন্তদাস কাঠিয়াবাবার জন্ম ও তিরোভাব মহোৎসব।
  • ধনঞ্জয় দাস কাঠিয়াবাবার জন্ম ও তিরোভাব মহোৎসব।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লাখাইয়ে শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমের জায়গা দখলের অভিযোগ"সনাতন টিভি (English ভাষায়)। ২০২০-০৭-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৫-৩১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Gopal Jiu Ashram (Santdham)"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৩। 
  3. "হবিগঞ্জের লাখাই ১৬৩ বছরের পুরনো শ্রী শ্রী গোপাল আশ্রমের সম্পদ দখলের অভিযোগ- দৈনিক বাংলার অধিকার" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  4. "লাখাইয়ে আশ্রমের জমি দখল মুক্ত করতে মানববন্ধন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  5. "লাখাইয়ে আশ্রমের জমি দখলমুক্ত করতে মানববন্ধন"আমাদের নিকলী (ইংরেজি ভাষায়)। ২০১৯-০২-২০। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  6. "লাখাইয়ে শ্রীশ্রী গোপল আশ্রমের জায়গা দখলের অভিযোগ"দৈনিক সিলেটের দিনকাল (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১ 
  7. "লাখাইয়ে শ্রীশ্রী গোপাল জিউ আশ্রমের জায়গা উচ্ছেদ করতে আইন গত বাধা নেই"সনাতন টিভি (English ভাষায়)। ২০২১-০১-২৫। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩১