গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম)
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাহবিগঞ্জ
উৎসবকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা জন্মাষ্টমী, সন্তদাস কাঠিয়াবাবা জন্ম ও তিরোভাব মহোৎসব
অবস্থান
অবস্থানবামৈ, লাখাই
দেশবাংলাদেশ বাংলাদেশ
স্থাপত্য
স্থাপত্য শৈলীবিট্রিশ আমলে স্থাপত্য
প্রতিষ্ঠার তারিখউনবিংশ শতাব্দী

গোপালজী রাধাবিহারী আশ্রম (সন্তধাম) বাংলাদেশের হবিগঞ্জর লাখাই উপজেলার বামৈ অবস্থিত[১]। এই মন্দিরের স্থাপত্যশৈলী এবং সৌন্দর্য পূর্ণনকশা বহু প্রচীন স্থাপত্য নির্দশন[২]। মন্দিরটি প্রায় ১৩২ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের ৫৫ তম আচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী সন্তদাস কাঠিয়াবাবা মহারাজ ।

ইতিহাস[সম্পাদনা]

গোপাল জিউ আশ্রম (সন্তধাম) সনাতন ধর্মের নিম্বার্ক সম্প্রদায়ের মন্দির গুলোর মধ্যে অন্যতম। মন্দিরটি প্রায় ১৩২ বছর পূর্বে প্রতিষ্ঠা করেছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের ৫৪ তম আচার্য্য শ্রীশ্রী ১০৮ স্বামী সন্তদাস কাঠিয়াবাবা মহারাজ।

স্থাপত্যশৈল্য নকশা[সম্পাদনা]

মন্দিরের বিভিন্ন জায়গায় নকশা ও কারুশিল্পে পরিপূর্ণ ও প্রাচীন আমলের স্থাপত্য নকশা রয়েছে।

মন্দির[সম্পাদনা]

এই মন্দিরে রাধাকৃষ্ণ, গোপাল, নিম্বার্ক সম্প্রদায়ের পরম্পরা আচার্য্য গণ প্রধান দেবতা। মন্দিরের প্রতিটি জায়গায় প্রাচীন আমলের স্থাপত্য নকশা রয়েছে। এই মন্দিরের একটি প্রধান মন্দির, নাট মন্দির, সাধু নিবাস ও বড় একটি পুকুর রয়েছে। প্রতি বছর নাট মন্দিরের মহানাম সংকীর্তন হয় ।

উৎসব[সম্পাদনা]

মন্দিরের প্রধান উৎসব মধ্যে হলোঃ-

  • শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধা রাণীর জন্মাষ্টমী।
  • দোল যাত্রা, রাসপূর্ণিমা, ভগবত আলোচনা।
  • রামদাস কাঠিয়াবাবার জন্ম ও তিরোভাব মহোৎসব।
  • সন্তদাস কাঠিয়াবাবার জন্ম ও তিরোভাব মহোৎসব।
  • ধনঞ্জয় দাস কাঠিয়াবাবার জন্ম ও তিরোভাব মহোৎসব।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "লাখাইয়ে শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমের জায়গা দখলের অভিযোগ"সনাতন টিভি (English ভাষায়)। ২০২০-০৭-০৩। সংগ্রহের তারিখ ২০২২-০৫-৩১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Gopal Jiu Ashram (Santdham)"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-১৩।