বিষয়বস্তুতে চলুন

রজনীকান্ত গুহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রজনীকান্ত গুহ
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ

রজনীকান্ত গুহ ছিলেন পূর্ববঙ্গের একজন বড় স্বদেশী আন্দোলন কর্মী এবং শিক্ষাবিদ, সুপন্ডিত, ব্রাহ্মনেতা ও লেখক[] এছাড়া বাংলা, ইংরেজি, সংস্কৃত, গ্রীক, ফরাসি, ল্যাটিন ভাষা জানতেন। তিনি ১৩ ডিসেম্বর ১৯৪৫ সালে মৃত্যুবরণ করেন।

ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামে ১৯ অক্টোবর ১৮৬৭ সালে তিনি জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি প্রথম শ্রেণীতে এমএ পাস করেন (১৮৯৩)।

কর্মজীবন

[সম্পাদনা]

এলএমএস কলেজ (ভবানীপুর) শিক্ষকতা শুরু করেন (১৮৯৪) এবং কলকাতা সিটি কলেজ ইংরেজির অধ্যাপক ছিলেন (১৮৯৪-১৮৯৬)। ব্রজমোহন কলেজ (বরিশাল) অধ্যাপক ও অধ্যক্ষ পদে কাজ করেন (১৯০১-১৯১১)। আনন্দ মোহন কলেজ (ময়মনসিংহ) অধ্যাপক হিসেবে ছিলেন (১৯১১)। কলকাতা বিশ্ববিদ্যালয়'র অধ্যাপক হিসেবে যোগদান করেন (১৯১৩)। এরপর কলিকাতা সিটি কলেজ নিযুক্ত হন (১৯৩৬)।

উল্লেখযোগ্য গ্রন্থ

[সম্পাদনা]
  • সম্রাট মার্কাস অরেলিয়াস (মূল গ্রীক থেকে অনুবাদ)
  • আন্টোনিয়াসের আত্মচিন্তা (গ্রীক থেকে অনুবাদ)
  • মেগাস্থিনিসের ভারত বিবরণ (অনুবাদ)
  • সক্রেটিস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "শ্রী রজনীকান্ত গুহ"Baatighar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩