ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh/সংগ্রহশালা/৬ (২০১৩-০৫)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Aftab1995 কর্তৃক ১০ বছর পূর্বে "পর্যবেক্ষণ অধিকার" অনুচ্ছেদে

সংগ্রহশালা ৫ | সংগ্রহশালা ৬ | সংগ্রহশালা ৭


Article requests

Hi, Pratyya! Please check your English Wikipedia talk page WhisperToMe (আলাপ) ১৪:২৫, ২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সুপ্রিয়, Pratyya Ghosh। Bellayet-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:৪০, ৫ মে ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪০, ৫ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

সুপ্রিয়, Pratyya Ghosh। উইকিপিডিয়া:অধিকারের_আবেদন পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৫:০১, ৮ মে ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০১, ৮ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয়, Pratyya Ghosh। Aftab1995-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

লিমন ১৪:৫৫, ৮ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

তার নাম নারিন না। নারাইন (Narain)?

প্রত্যয় ভাই, সাম্প্রতিক পরিবর্তনে লক্ষ্য করলাম সুনীল নারিন-কে সুনীল নারাইন-এ রূপান্তর করেছেন। আপনার দৃষ্টিকোণে তা সঠিক হলেও স্বীয় দৃষ্টিকোণে তা ভুল হয়েছে বলে ধারনা করি। কোন যুক্তিবলে আপনি তা করেছেন তার ব্যাখ্যা দেয়ার প্রয়োজন রয়েছে বৈ-কি! নিবন্ধের শিরোনাম ভুল হলে অবশ্যই সংশোধন, স্থানান্তর কিংবা মুছে ফেলা যেতে পারে। সচেতন ব্যবহারকারী হিসেবে নিশ্চয়ই আপনার অজ্ঞাত নয়?

  • আলোচ্য নিবন্ধটির নামকরণ হয়েছে গুগল সার্চের অনুসরণে; যদিও হিন্দুয়ানী নামানুসারে তার নাম হবার কথা ছিল সুনীল নারায়ণ যা ওয়েস্ট ইন্ডিজের বেশকিছু খেলোয়াড়ের জন্য প্রযোজ্য।
  • যদি নামকরণে ভুল হতো তাহলে উক্ত নিবন্ধের আলাপ পাতায় জানাতে পারতেন, পুণঃনির্দেশনা দিতে পারতেন কিংবা আমার আলাপে জানাতে পারতেন। কিন্তু তা না করে সরাসরি স্থানান্তর করা কি উচিত হলো?
  • নিয়মিতভাবে বিভিন্ন আলাপ পাতা সুগভীরভাবে পর্যবেক্ষণ করলে আপনার ধারণা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদী। এই যেমন ধরুন মইনুল ভাইয়ের আলাপ পাতা কিংবা জ্যোতিষশাস্ত্রের সাথে সম্পৃক্ত বিধায় সৌজন্যতা রক্ষার্থে মুহাম্মদ ভাইয়ের আলাপ পাতায় লিখতে হয়েছে। উইকিকে সম্প্রসারণ, লাল লিঙ্কগুলোকে সবুজকরণের প্রয়াস চালানো ও কিছুটা গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই আমার অংশগ্রহণ। এরূপ হলে তো নিবন্ধ সৃষ্টি কিংবা অংশগ্রহণ করা থেকেই নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এতোক্ষণে হয়তোবা ডোয়েন ব্র্যাভো শেষ করতে পারতাম।

আশাবাদী যে, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দ্রুত প্রয়োজনীয় সম্পাদনা করবেন। ধন্যবাদ সহকারে - Subrata Roy (আলাপ) ০৯:০৬, ৯ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দেখুন সুব্রতদা আপনার প্রথম প্রশ্নের উত্তর হা। আমি এ ব্যপারে জ্ঞাত। তবে নাম স্থানান্তর এর ব্যপারে বলতে চাই যে আমি মনে করেছি ওটাই সঠিক। আর এ ব্যপারে আমার কাছে প্রুফ আছে। আপনি নারিন দিয়ে গুগল-এ সার্চ দিয়েছিলেন। আর নারাইন দিয়ে সার্চ দিয়েছি আমি।

আবার বাংলাদেশের এক নম্বর দৈনিক হল প্রথম-আলো। গুগল সার্চ-এ প্রথম আলোর লিঙ্ক পাওয়া যায় জা নারিন দিয়ে সার্চ দিলে পাওয়া যায় না। তাও এই দুতি লিঙ্ক দেখুন

তাছাড়াও আপনি আইপিএল খেলা দেখলে এর ধারাভাষ্য শুনলে দেখবেন আপনি নারিন না নারাইন শুনছেন। আশা করি আমি আপনার প্রশ্নের সদুত্তর দিতে পেরেছি। --প্রত্যয় (স্বাগতম) ১২:৪২, ৯ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রত্যয় ভাই, এ বিষয়ে লেখার তেমন ইচ্ছে ছিল না। তারপরও গুগলে বিষয়টিকে উল্লেখ করেছে -
সুনীল নারিন (১০,১০০) এবং সুনীল নারাইন (৬,৮২০)। প্রসঙ্গটি হচ্ছে - নিবন্ধের আলাপ পাতা রাখার উদ্দেশ্য ও ব্যবহারকারীর সাম্প্রতিক পদচারণার বিষয়টি। লক্ষ্য করুন Shiv[narine] Chanderpaul; ইচ্ছে করলেই কিন্তু আমরা শিবনারিন বা শিব[নারাইন] ব্যবহার করতে পারি না; কেননা, শিবনারায়ণ চন্দরপল যা হতে পারতো শিবনারায়ণ চন্দ্র পাল নামটি হিন্দুয়ানী এবং এ নামে কিন্তু লিখিনি ভাষার প্রাঞ্জল্যতা ও ব্যবহারকারীর নৈকট্য সাধনের জন্যেই। ঠিক তেমনি সুনীল নারায়ণ হওয়া স্বত্ত্বেও উল্লেখ করতে হয়েছে সুনীল নারিন নামে। অথচ দেখুন - লিমন ভাই সৃষ্ট নিবন্ধের নামে সমস্যা থাকায় আলাপ পাতা এবং ব্যবহারকারীর আলাপ পাতা ব্যবহার করেছেন। আশাবাদী যে বিষয়টি বুঝতে পেরেছেন এবং আরও সচেতনতা ও দায়িত্বশীলতার পরিচয় দিবেন। সে যাই হোক, প্রসঙ্গটির সম্প্রসারণ না করাই উচিত হবে! - Subrata Roy (আলাপ) ১১:০৯, ১২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পর্যবেক্ষণ অধিকার

বর্ণিত আবেদনেরভিত্তিতে আপনাকে পর্যবেক্ষণ অধিকার প্রদান করা হয়েছে। আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পর্যবেক্ষক হিসেবে আপনাকে স্বাগতঃ জানাচ্ছি। শুভেচ্ছা সহযোগে - Subrata Roy (আলাপ) ১১:৩১, ১২ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয়, Pratyya Ghosh। Aftab1995-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

লিমন ১৪:১৫, ২১ মে ২০১৩ (ইউটিসি)উত্তর দিন