টেড অ’বেকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ted a'Beckett থেকে পুনর্নির্দেশিত)
টেড অ’বেকেট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামএডওয়ার্ড ল্যাম্বার্ট অ’বেকেট
জন্ম(১৯০৭-০৮-১১)১১ আগস্ট ১৯০৭
সেন্ট কিল্ডা ইস্ট, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
মৃত্যু২ জুন ১৯৮৯(1989-06-02) (বয়স ৮১)
টারেং, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ডাকনামটেড
উচ্চতা৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
সম্পর্কএডওয়ার্ড ক্লাইভ অ’বেকেট (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২৮)
২৯ ডিসেম্বর ১৯২৮ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৬ জানুয়ারি ১৯৩২ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯২৭–১৯৩২ভিক্টোরিয়া বুশর‍্যাঞ্জার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৪৭
রানের সংখ্যা ১৪৩ ১,৬৩৬
ব্যাটিং গড় ২০.৪২ ২৯.২১
১০০/৫০ ০/০ ২/৭
সর্বোচ্চ রান ৪১ ১৫২
বল করেছে ১,০৬২ ৯,১৯৬
উইকেট ১০৫
বোলিং গড় ১০৫.৬৬ ২৯.১৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৪১ ৬/১১৯
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ৩৫/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

এডওয়ার্ড ল্যাম্বার্ট (টেড) অ’বেকেট (ইংরেজি: Ted a'Beckett; জন্ম: ১১ আগস্ট, ১৯০৭ - মৃত্যু: ২ জুন, ১৯৮৯) ভিক্টোরিয়ার সেন্ট কিল্ডা ইস্টে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন।

১৯২৮ থেকে ১৯৩২ সময়কালে অস্ট্রেলিয়া দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন ‘টেড’ ডাকনামে পরিচিত টেড অ’বেকেট

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বিশিষ্ট আইনজীবী টমাস আর্চিবল্ড অ’বেকেট ও এডা মেরি অ’বেকেট দম্পতির তিন পুত্রসন্তানের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। দাদু স্যার টমাস অ’বেকেট বিচারক ছিলেন। মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে অধ্যয়নশেষে ১৯২৭ সালে মেলবোর্নের ট্রিনিটি কলেজে ভর্তি হন। ঐখানে অবস্থানকালেই ক্রীড়াজগতে প্রবেশ করেন। গুরুতরভাবে আহত হবার পূর্বে ক্রিকেটঅস্ট্রেলীয় রুলস ফুটবলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলতেন তিনি।[১]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ভিক্টোরিয়ার সদস্যরূপে ৪৭টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯২৮ থেকে ১৯৩২ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে চারটি টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় টেড অ’বেকেটের। ২৯ ডিসেম্বর, ১৯২৮ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

পেশায় তিনি আইনজীবী ছিলেন। খেলা থেকে অবসরগ্রহণের পর টেড অ’বেকেট ক্রিকেট প্রশাসনে জড়িত হয়ে পড়েন। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তিনি।

২ জুন, ১৯৮৯ তারিখে ৮২ বছর বয়সে ভিক্টোরিয়ার টারেং এলাকায় টেড অ’বেকেটের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "College Notes", The Fleur-de-Lys, vol. III, no. 29 (Oct. 1929): 3.

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]