রয় হারফোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Roy Harford থেকে পুনর্নির্দেশিত)
রয় হারফোর্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরয় ইভান হারফোর্ড
জন্ম (1936-05-30) ৩০ মে ১৯৩৬ (বয়স ৮৭)
লন্ডন, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১১৩)
১৫ ফেব্রুয়ারি ১৯৬৮ বনাম ভারত
শেষ টেস্ট১ ফেব্রুয়ারি ১৯৬৮ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৫
রানের সংখ্যা ১৪৩
ব্যাটিং গড় ২.৩৩ ৮.৪১
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান ২৩
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ১১/- ৬০/৮
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ মার্চ ২০২০

রয় ইভান হারফোর্ড (ইংরেজি: Roy Harford; জন্ম: ৩০ মে, ১৯৩৬) ফুলহাম এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন রয় হারফোর্ড

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৬৫-৬৬ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত রয় হারফোর্ডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মাত্র তিন মৌসুমের জন্যে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল তার। রয় হারফোর্ড মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন।

সারেভিত্তিক মিচামের পক্ষে ক্লাব ক্রিকেটে অংশ নেন। এরপর নিউজিল্যান্ডে অভিবাসিত হন। ১৯৬৫-৬৬ মৌসুমে নিউজিল্যান্ডে অকল্যান্ডের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন রয় হারফোর্ড।[১] ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ডুনেডিনে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৯ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ওয়েলিংটনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৬৬-৬৭ মৌসুমে অস্ট্রেলিয়া দল নিউজিল্যান্ড গমন করে। এ সফরে নিউজিল্যান্ডের পক্ষে চারটি প্রতিনিধিত্বমূলক খেলায় অংশ নেন। ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ডের সদস্যরূপে টেস্টবিহীন সফরে অস্ট্রেলিয়া গমন করেন। এ সফরে তিনিই দলের একমাত্র উইকেট-রক্ষক ছিলেন। এরপর ১৯৬৭-৬৮ মৌসুমে ভারত দল নিউজিল্যান্ড গমন করে। এ সিরিজের প্রথম তিন টেস্টে অংশ নেন তিনি। এরপর জন ওয়ার্ডকে তার স্থলাভিষিক্ত করা হয়। ঐ তিন টেস্টই তার সর্বশেষ প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ ছিল। শেষ টেস্টে সাতটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন তিনি।

যথেষ্ট যোগ্যতাসম্পন্ন উইকেট-রক্ষক হওয়া সত্ত্বেও মাত্র ২৫টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণের সুযোগ হয়েছিল তার। তন্মধ্যে ১৩টি খেলায় জাতীয় দলের পক্ষে খেলেছেন তিনি। ব্যাট হাতে মোটেই সুবিধে করতে পারেননি তিনি। উইকেট-রক্ষক হিসেবে তার এ অপ্রত্যাশিত অবদানের ফলে এগারো নম্বরে ব্যাটিংয়ে নামতে হতো রয় হারফোর্ডকে।

১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে খেলায় অংশগ্রহণকারী নোয়েল হারফোর্ডের সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Christopher Martin-Jenkins (১৯৮০)। The Complete Who's Who of Test Cricketers (1980 সংস্করণ)। Orbis Publishing, London। পৃষ্ঠা 348আইএসবিএন 0-85613-283-7 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]