রয় হারফোর্ড
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | রয় ইভান হারফোর্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | লন্ডন, ইংল্যান্ড | ৩০ মে ১৯৩৬|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১১৩) | ১৫ ফেব্রুয়ারি ১৯৬৮ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১ ফেব্রুয়ারি ১৯৬৮ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ মার্চ ২০২০ |
রয় ইভান হারফোর্ড (ইংরেজি: Roy Harford; জন্ম: ৩০ মে, ১৯৩৬) ফুলহাম এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৮ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন রয় হারফোর্ড।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
[সম্পাদনা]১৯৬৫-৬৬ মৌসুম থেকে ১৯৬৭-৬৮ মৌসুম পর্যন্ত রয় হারফোর্ডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। মাত্র তিন মৌসুমের জন্যে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল তার। রয় হারফোর্ড মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন।
সারেভিত্তিক মিচামের পক্ষে ক্লাব ক্রিকেটে অংশ নেন। এরপর নিউজিল্যান্ডে অভিবাসিত হন। ১৯৬৫-৬৬ মৌসুমে নিউজিল্যান্ডে অকল্যান্ডের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক ক্রিকেট
[সম্পাদনা]সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন রয় হারফোর্ড।[১] ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ডুনেডিনে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৯ ফেব্রুয়ারি, ১৯৬৮ তারিখে ওয়েলিংটনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯৬৬-৬৭ মৌসুমে অস্ট্রেলিয়া দল নিউজিল্যান্ড গমন করে। এ সফরে নিউজিল্যান্ডের পক্ষে চারটি প্রতিনিধিত্বমূলক খেলায় অংশ নেন। ১৯৬৭-৬৮ মৌসুমে নিউজিল্যান্ডের সদস্যরূপে টেস্টবিহীন সফরে অস্ট্রেলিয়া গমন করেন। এ সফরে তিনিই দলের একমাত্র উইকেট-রক্ষক ছিলেন। এরপর ১৯৬৭-৬৮ মৌসুমে ভারত দল নিউজিল্যান্ড গমন করে। এ সিরিজের প্রথম তিন টেস্টে অংশ নেন তিনি। এরপর জন ওয়ার্ডকে তার স্থলাভিষিক্ত করা হয়। ঐ তিন টেস্টই তার সর্বশেষ প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ ছিল। শেষ টেস্টে সাতটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন তিনি।
যথেষ্ট যোগ্যতাসম্পন্ন উইকেট-রক্ষক হওয়া সত্ত্বেও মাত্র ২৫টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণের সুযোগ হয়েছিল তার। তন্মধ্যে ১৩টি খেলায় জাতীয় দলের পক্ষে খেলেছেন তিনি। ব্যাট হাতে মোটেই সুবিধে করতে পারেননি তিনি। উইকেট-রক্ষক হিসেবে তার এ অপ্রত্যাশিত অবদানের ফলে এগারো নম্বরে ব্যাটিংয়ে নামতে হতো রয় হারফোর্ডকে।
১৯৫০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে খেলায় অংশগ্রহণকারী নোয়েল হারফোর্ডের সাথে আত্মীয়তার কোন সম্পর্ক নেই।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Christopher Martin-Jenkins (১৯৮০)। The Complete Who's Who of Test Cricketers (1980 সংস্করণ)। Orbis Publishing, London। পৃষ্ঠা 348। আইএসবিএন 0-85613-283-7।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে রয় হারফোর্ড (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে রয় হারফোর্ড (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)