রাবিয়া শাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Rabiya Shah থেকে পুনর্নির্দেশিত)
রাবিয়া শাহ
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-04-27) ২৭ এপ্রিল ১৯৯২ (বয়স ৩১)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনবা-হাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডান-হাতি অফব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২৮ এপ্রিল ২০১১ বনাম নেদারল্যান্ডস
শেষ ওডিআই১৯ জুলাই ২০১৩ বনাম আয়ারল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
(২০০৬/০৭-২০০৭/০৮)করাচি স্কুল অনূর্ধ্ব-১৭ নারী
(২০০৭/০৮-২০০৯/১০)করাচি নারী
২০০৮–২০০৯দক্ষিণ জোন (পাকিস্তান) নারী
(২০০৯/১০-২০১০/১১)করাচি অনূর্ধ্ব-১৯ নারী
(২০০৬/০৭-২০০৭/০৮)করাচি স্কূল অনূর্ধ্ব-১৯ নারী
(২০১০-২০১২/১৩)পাকিস্তান নারী
(২০১০/১১-২০১২/১৩)জারাই তারাকিতি ব্যাংক লিমিটেড নারী
(২০১১)পিসিবি ওরিওলেস
(২০১২)নাইট নারী
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওয়ানডে টি২০ আই
ম্যাচ সংখ্যা ১২
রানের সংখ্যা ৫৪ ১৬
ব্যাটিং গড় ৬.০০ ৫.৩৩
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৯ ১৬
বল করেছে ৩১৮ ৩০
উইকেট
বোলিং গড় ২৩.৫৫ ৪৬.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৭ ১/১১
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ০/–
উৎস: Cricinfo, 26 March 2014

(ইংরেজি: Rabiya Shah); (رابیعہ شاہ) (জন্ম: ২৭ এপ্রিল ১৯৯২ করাচি) হলেন একজন পাকিস্তা্নী নারী আন্তর্জাতিক ক্রিকেটার। রাবিয়া বাহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক বল করার পাশাপাশি একজন অনিয়ময়িত উইকেটরক্ষকের দায়িত্বও পালন করে থাকেন। রাবিয়াকে বর্তমান পাকিস্তানের জাতীয় নারী দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।[১][২]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

রাবিয়ার ওডিআই ক্রিকেট প্রতিযোগীতায় নেদারল্যান্ডস জাতীয় নারী ক্রিকেট দলের বিরুদ্ধে কলম্বো ২০১১ সালের ২৮ এপ্রিল অভিষেক হয়েছিল।[৩] তবে এর আগে তিনি আন্তর্জাতিকভাবে টি২০ আই ম্যাচে অভিষেক হয়। এখনও পর্যন্ত তিনি ১১টি ওয়ানডে এবং ৭টি টি২০ আই ম্যাচ খেলেছেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]