২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Palestine at the 2020 Summer Olympics থেকে পুনর্নির্দেশিত)
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে
ফিলিস্তিন
আইওসি কোডPLE
এনওসিফিলিস্তিন অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.poc.ps
টোকিও
প্রতিযোগী৪টি ক্রীড়ায় ৫ জন
পতাকা বাহকমুহাম্মাদ হামাদা
দানিয়া নুর
পদক
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ)

টোকিওতে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন অংশগ্রহণ করে। শুরুতে ২০২০ সালের ২৪শে জুলাই থেকে ২০শে আগস্ট পর্যন্ত অলিম্পিক আয়োজনের কথা থাকলেও কোভিড-১৯ মহামারীজনিত কারণে এটি পিছিয়ে দেওয়া হয়। ২০২১ সালের ২৩শে জুলাই প্রতিযোগিতাটি শুরু হয়ে ৮ই আগস্ট শেষ হয়।[১] এটি ছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশটির সপ্তম উপস্থিতি।

প্রতিযোগী[সম্পাদনা]

খেলা পুরুষ নারী মোট
অ্যাথলেটিক্স
জুডো
সাঁতার
ভারোত্তোলন
মোট

অ্যাথলেটিক্স[সম্পাদনা]

অলিম্পিকে একজন নারী অ্যাথলেটকে পাঠানোর জন্য বিশ্ব অ্যাথলেটিকস ফিলিস্তিনকে একটি ইউনিভার্সালিটি স্লট প্রদান করে।[২]

ক্রীড়াবিদ ইভেন্ট হিট সেমিফাইনাল ফাইনাল
ফলাফল র‌্যাংক ফলাফল র‌্যাংক ফলাফল র‌্যাংক
হানা বারাকাত মহিলাদের ১০০ মি ১২.১৬ অগ্রসর হতে পারেননি

জুডো[সম্পাদনা]

আন্তর্জাতিক জুডো ফেডারেশন তাদের ত্রিপক্ষীয় আমন্ত্রণ কোটা প্রদান করায় একজন ফিলিস্তিনি প্রতিযোগী এই ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান।

ক্রীড়াবিদ ইভেন্ট রাউন্ড অব ৩১ রাউন্ড অব ১৬ কোয়াটার ফাইনাল সেমিফাইনাল Repechage ফাইনাল/
ব্রোঞ্জ ম্যাচ
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
প্রতিপক্ষ
ফলাফল
র‌্যাংক
ওয়েসাম আবু রমিলাহ পুরুষদের –৮১ কেজি  রেসেল (GER)
হার ০০–১০
অগ্রসর হতে পারেননি

সাঁতার[সম্পাদনা]

ফিনা তাদের পয়েন্ট সিস্টেমের ভিত্তিতে (২৮ জুন ২০২১ অনুযায়ী) অলিম্পিকে ফিলিস্তিনের দুই শীর্ষ সাঁতারুকে (একজন পুরুষ ও একজন মহিলা) পাঠানোর জন্য আমন্ত্রণ জানায়।

ক্রীড়াবিদ ইভেন্ট হিট সেমিফাইনাল ফাইনাল
সময় র‌্যাংক সময় র‌্যাংক সময় র‌্যাংক
ইয়াজান আল-বাওওয়াব পুরুষদের ১০০ মিটার মুক্ত সাঁতার ৫৪.৫১ ৬৬ অগ্রসর হতে পারেননি
দানিয়া নুর মহিলাদের ৫০ মিটার মুক্ত সাঁতার ৩০.৪৩ ৭১ অগ্রসর হতে পারেননি

ভারোত্তোলন[সম্পাদনা]

ত্রিপক্ষীয় কমিশন এবং আইডব্লিউএফ পুরুষদের-৯৬ কেজি বিভাগে মুহাম্মাদ হামাদাকে অলিম্পিকে পাঠানোর জন্য ফিলিস্তিনকে আমন্ত্রণ জানায়।

ক্রীড়াবিদ ইভেন্ট স্ন্যাচ ক্লিন এন জার্ক মোট র‌্যাংক
ফলাফল র‌্যাংক ফলাফল র‌্যাংক
মুহাম্মাদ হামাদা পুরুষদের ৯৬ কেজি ১৩৭ কেজি ১৫ ১৭৩ কেজি ১২ ৩১০ কেজি ১৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee" (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০ 
  2. "Road to Olympic Games 2020" (ইংরেজি ভাষায়)। বিশ্ব অ্যাথলেটিকস। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১