২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ | |
---|---|
আইওসি কোড | BAN |
এনওসি | বাংলাদেশ অলিম্পিক সংস্থা |
টোকিও, জাপান | |
প্রতিযোগী | ৪টি ক্রীড়ায় ৬ জন (৪ জন পুরুষ ও ২ জন নারী) |
পতাকা বাহক | দিয়া সিদ্দিকি মোহাম্মদ আরিফুল ইসলাম |
পদক |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ) | |
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে বাংলাদেশ পূর্ব ২৩ জুলাই - ৮ আগস্ট, ২০২১ তারিখে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবে। মূলত ২৪ জুলাই - ৯ আগস্ট ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।[১] এটি হবে গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশের দশম অংশগ্রহণ।
প্রতিযোগী
[সম্পাদনা]ক্রীড়া | পুরুষ | নারী | মোট |
---|---|---|---|
তীরন্দাজী | ১ | ১ | ২ |
মল্লক্রীড়া | ১ | ০ | ১ |
শ্যুটিং | ১ | ০ | ১ |
সাতার | ১ | ১ | ২ |
মোট | ৪ | ২ | ৬ |
তীরন্দাজী
[সম্পাদনা]ইতিহাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশী তীরন্দাজ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।[২]
খেলোয়াড় | ইভেন্ট | র্যাংকিং রাউন্ড | রাউন্ড অফ ৬৪ | রাউন্ড অফ ৩২ | রাউন্ড অফ ১৬ | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / বিএম | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | ফল | প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
প্রতিপক্ষের স্কোর |
র্যাংক | ||
রোমান সানা | পুরুষদের একক | ৬৬২ | ১৭ | হল (GBR) W ৭-৩ |
ক্রিস্পিন দুয়েনাস (CAN)
L ৪-৬ |
অগ্রসর হন নি | ||||
দিয়া সিদ্দিকি | নারীদের একক | ৬৩৫ | ৩৬ | জিওমিন্সকায়া (BLR) | ||||||
রুমান সানা দিয়া সিদ্দিকি |
মিশ্র দল | ১২৯৭ | ১৬ | — | দক্ষিণ কোরিয়া L ০–৬ |
অগ্রসর হন নি |
মল্লক্রীড়া
[সম্পাদনা]অলিম্পিকে দুই অ্যাথলিট (একজন পুরুষ এবং একজন নারী) প্রেরণের জন্য বাংলাদেশ আইএএএফের কাছ থেকে সর্বজনীনতার স্লট পেয়েছে।[৩]
- ট্র্যাক & রোড
প্রতিযোগী | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ||
জহির রায়হান | পুরুষ ৪০০ মিটার |
শ্যুটিং
[সম্পাদনা]বাংলাদেশের একজন শ্যুটার ট্রাইপার্টাইট কমিশনে আমন্ত্রণে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে।[৪]
খেলোয়াড় | ইভেন্ট | বাছাইপর্ব | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
পয়েন্ট | স্থান | পয়েন্ট | স্থান | ||
আব্দুল্লাহ হেল বাকী | ১০ মিটার এয়ার রাইফেল | ৬১৯.৮ | ৪১ | অগ্রসর হন নি |
Qualification Legend: Q = পরবর্তী রাউন্ডের জন্য উত্তীর্ণ; q = ব্রোঞ্জ পদকের জন্য উত্তীর্ণ (শটগান)
সাঁতার
[সম্পাদনা]ফিনা থেকে সার্বজনীন আমন্ত্রণ পেয়ে বাংলাদেশ থেকে দুইজন সাঁতারু অলিম্পিকে অংশগ্রহণ করে।
প্রতিযোগী | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যংক | সময় | র্যাংক | সময় | র্যাংক | ||
আরিফুল ইসলাম | পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল | ||||||
জুনায়না আহমেদ | নারী ৫০ মিটার ফ্রিস্টাইল |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee"। Olympics। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ "Bangladesh qualifies its first-ever archer to the Olympic Games"। World Archery। ১৪ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯।
- ↑ "Road to Olympic Games 2020"। World Athletics। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ "Quota Places by Nation and Number"। www.issf-sports.org/। ISSF। ৩১ মে ২০২১। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২১।