২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিলিস্তিন | |
---|---|
আইওসি কোড | PLE |
এনওসি | ফিলিস্তিন অলিম্পিক কমিটি |
ওয়েবসাইট | www |
টোকিও | |
প্রতিযোগী | ৪টি ক্রীড়ায় ৬ জন |
পতাকা বাহক | মায়াদা আল-সাইয়াদ[১] |
পদক |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ) | |
ফিলিস্তিন ব্রাজিলের রিউ দি জানেইরুতে অনুষ্ঠিত ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। ২০১৬ সালের ৫ থেকে ২১ আগস্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এটি ছিল গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশটির ষষ্ঠ উপস্থিতি।
ফিলিস্তিন অলিম্পিক কমিটি প্রতিযোগিতায় মোট ৬ জন খেলোয়াড় পাঠায়, যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুজন মহিলা। তারা অলিম্পিকে মোট চারটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন।[২] এই ছয়জনের মধ্যে দুজন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিলেন, আর বাকিদের ইউনিভার্সালিটি কোটায় আমন্ত্রণ জানানো হয়। এই আসরেই অলিম্পিকের অশ্বারোহণ ইভেন্টে ফিলিস্তিনের অভিষেক হয়।
অ্যাথলেটিক্স
[সম্পাদনা]ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ফলাফল | র্যাংক | ||
মুহাম্মাদ আবু খওসাহ | পুরুষদের ১০০ মিটার | ১০.৮২ | ৩ উ | ১১.৮৯ | ৯ | অগ্রসর হতে পারেননি | |||
মায়াদা আল-সাইয়াদ | নারীদের ম্যারাথন | — | ২:৪২:২৮ | ৬৭ |
অশ্বারোহণ
[সম্পাদনা]ফিলিস্তিনের একজন প্রতিযোগী আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের ব্যক্তিগত এফইআই র্যাংকিংয়ে শীর্ষে থেকে অশ্বারোহণ (Equestrian) ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। এর আগে কোনো ফিলিস্তিনি অলিম্পিকে এই ইভেন্টে অংশ নেননি।
ক্রীড়াবিদ | ঘোড়া | ইভেন্ট | গ্র্যান্ড প্রিক্স | সামগ্রিক | ||||
---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | র্যাংক | টেকনিক্যাল | আর্টিস্টিক | স্কোর | র্যাংক | |||
ক্রিস্তিয়ান জিমারম্যান | আরামিস ৬০৬ | ড্রেসেজ | ৬২.২৭১ | ৫৭ | অগ্রসর হতে পারেননি | অগ্রসর হতে পারেননি | ৬৩.২৭১ | ৫৭ |
জুডো
[সম্পাদনা]আন্তর্জাতিক জুডো ফেডারেশন তাদের ত্রিপক্ষীয় আমন্ত্রণ কোটা প্রদান করায় একজন ফিলিস্তিনি প্রতিযোগী এই ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান।
ক্রীড়াবিদ | ইভেন্ট | রাউন্ড অব ৬৪ | রাউন্ড অব ৩২ | রাউন্ড অব ১৬ | কোয়াটার ফাইনাল | সেমিফাইনাল | রিপেশেজ | ফাইনাল/ ব্রোঞ্জ ম্যাচ | |
---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
প্রতিপক্ষ ফলাফল |
র্যাংক | ||
সাইমন ইয়াকুব | পুরুষদের –৬০ কেজি | খয়ার (FRA) হার ০০০–১০০ |
অগ্রসর হতে পারেননি |
সাঁতার
[সম্পাদনা]ফিনা ফিলিস্তিনকে অলিম্পিকে দুইজন সাঁতারু (একজন পুরুষ ও একজন মহিলা) পাঠানোর জন্য আমন্ত্রণ জানায়।[৩][৪][৫]
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যাংক | সময় | র্যাংক | সময় | র্যাংক | ||
আহমেদ জিবরিল | পুরুষদের ২০০ মিটার মুক্ত সাঁতার | ১:৫৯:৭১ | ৪৭ | অগ্রসর হতে পারেননি | |||
মারি আল-আতরাশ | মহিলাদের ৫০ মিটার মুক্ত সাঁতার | ২৮.৭৬ | ৬২ | অগ্রসর হতে পারেননি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "The Flagbearers for the Rio 2016 Opening Ceremony" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬।
- ↑ "Six Palestinian athletes participating in Rio Olympics" (ইংরেজি ভাষায়)। ফিলিস্তিন নিউজ নেটওয়ার্ক। ২ আগস্ট ২০১৬। ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Swimming World Rankings" (ইংরেজি ভাষায়)। ফিনা। ৬ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫।
- ↑ "Rio 2016 – FINA Swimming Qualification System" (পিডিএফ)। রিও ২০১৬ (ইংরেজি ভাষায়)। ফিনা। ২১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ আবু গানায়েহ, মুস্তাফা (২৯ জুন ২০১৬)। "Female Palestinian swimmer readies to compete in Rio" (ইংরেজি ভাষায়)। হারেত্জ। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬।