আইয়ুবীয় শাসকদের তালিকা
আইয়ুবীয় রাজবংশ ১২, ১৩ এবং ১৪ শতকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অনেক অংশ শাসন করেছিল। নিম্নে কাউন্টি/প্রদেশ অনুসারে আইয়ুবীয় শাসকদের তালিকা প্রদত্ত হল।
মিশরের সুলতান
[সম্পাদনা]- সালাহউদ্দিন, আইয়ুবের পুত্র, ১১৭৪-১১৯৩
- আজিজ উসমান, সালাহুদ্দিনের পুত্র, ১১৯৩-১১৯৮
- মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ, আজিজ উসমানের পুত্র, ১১৯৮-১২০০
- আদিল সাইফুদ্দিন আবু বকর প্রথম (আদিল প্রথম), সালাহুদ্দিনের ভাই, ১২০০-১২১৮
- কামিল, প্রথম আদিলের পুত্র, ১২১৮-১২৩৮
- আদিল সাইফুদ্দিন আবু বকর দ্বিতীয়, কামিলের পুত্র, ১২৩৮-১২৪০
- সালিহ আইয়ুব, কামিলের পুত্র, ১২৪০-১২৪৯
- মুয়াযযাম তুরানশাহ, সালিহ আইয়ুবের পুত্র, ১২৪৯-১২৫০
- আশরাফ মুসা, সালাহুদ্দিনের বংশধর (নামমাত্র শাসন, মামলুক সুলতান আইবাকের অধীনে,) ১২৫০-১২৫৪।
মামলুক সালতানাত দ্বারা মিশরে ক্ষমতাচ্যুত, সালিহ আইয়ুবের বিধবা শাজারাতুদ দুর এবং তারপর আইবাক, ১২৫৪ সালে শাসন করেছিলেন।
দামেস্কের সুলতান ও আমির
[সম্পাদনা]- সালাহুদ্দিন, ১১৭৪-১১৯৩
- আফযাল, সালাহুদ্দিনের পুত্র, ১১৯৩-১১৯৬
- প্রথম আদিল, সালাহুদ্দিনের ভাই, ১১৯৬-১২১৮
- মুয়াযযাম (শারফুদ্দিন) ঈসা, প্রথম আদিলের পুত্র, ১২১৮-১২২৭
- নাসির দাউদ, মুয়াযযাম ঈসার পুত্র, ১২২৭-১২২৯
- আশরাফ মুসা, আদিল প্রথমের পুত্র, ১২২৯-১২৩৭
- সালিহ ইসমাইল, আদিল প্রথমের পুত্র, ১২৩৭-১২৩৮
- কামিল, আদিল প্রথমের পুত্র, ১২৩৮
- আদিল সাইফুদ্দিন আবু বকর (দ্বিতীয় আদিল), কামিলের পুত্র, ১২৩৮-১২৩৯
- সালিহ আইয়ুব, আদিল প্রথমের পুত্র, ১২৩৯
- সালিহ ইসমাইল (দ্বিতীয় শাসন), ১২৩৯-১২৪৫
- সালিহ আইয়ুব (দ্বিতীয় শাসন), ১২৪৫-১২৪৯
- মুয়াযযাম তুরানশাহ, সালিহ আইয়ুবের পুত্র, ১২৪৯-১২৫০
- নাসির ইউসুফ, আজিজ মুহাম্মদের পুত্র, ১২৫০-১২৬০।
মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।
আলেপ্পোর আমিরগণ
[সম্পাদনা]- সালাহুদ্দিন, ১১৮৩-১১৯৩
- যাহির গাজী, সালাহুদ্দিনের পুত্র, ১১৯৩-১২১৬
- আজিজ মুহাম্মদ, যাহির গাজীর পুত্র, ১২১৬-১২৩৬
- নাসির ইউসুফ, আজিজ মুহাম্মদের পুত্র, ১২৩৬-১২৬০।
মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।
বালাবেকের আমিরগণ
[সম্পাদনা]- শামসুদ্দিন মুহাম্মাদ ইবন মুকাদ্দাম (আইয়ুবীয় নন, দামেস্কের প্রাক্তন গভর্নর), সালাহুদ্দিন কর্তৃক নিযুক্ত, ১১৭৫-১১৭৮
- তুরানশাহ, সালাহুদ্দিনের ভাই, ১১৭৮-১১৭৯
- ফররুখ শাহ, সালাহুদ্দিনের ভাতিজা, ১১৭৯-১১৮২
- বাহরাম শাহ, ফররুখ শাহের পুত্র, ১১৮২-১২৩০
- আশরাফ মুসা, প্রথম আদিলের পুত্র, ১২৩০-১২৩৭
- সালিহ ইসমাইল, আশরাফ মুসার ভাই, ১২৩৭-১২৪৬
- সাদুদ্দিন হুমাইদি (আইয়ুবীয় নন, সালিহ আইয়ুব কর্তৃক নিযুক্ত), ১২৪৬-১২৪৯
- মুয়াযযাম তুরানশাহ, সালিহ আইয়ুবের পুত্র, ১২৪৯-১২৫০
- নাসির ইউসুফ, আলেপ্পো এবং দামেস্কের সুলতান হিসাবে, আজিজ মুহাম্মদের পুত্র, ১২৫০-১২৬০।
মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।
হামার আমিরগণ
[সম্পাদনা]- প্রথম মুযাফফর উমর, (সালাহুদ্দিনের ভাই) নুরুদ্দিন শাহানশাহের পুত্র, ১১৭৮-১১৯১
- প্রথম মানসুর মুহাম্মাদ, মুযাফফর উমরের পুত্র, ১১৯১-১২২১
- নাসির কিলিজ আরসালান, মানসুর মুহাম্মাদের পুত্র, ১২২১-১২২৯
- দ্বিতীয় মুযাফফর মাহমুদ, মানসুর মুহাম্মাদের পুত্র, ১২২৯-১২৪৪
- দ্বিতীয় মানসুর মুহাম্মাদ, দ্বিতীয় মুযাফফর মাহমুদের পুত্র, ১২৪৪-১২৮৪ [১২৬০ সালের পর থেকে মামলুক সুলতানদের সামন্ত]
- তৃতীয় মুযাফফর মাহমুদ, দ্বিতীয় মানসুর মুহাম্মাদের পুত্র, ১২৮৪-১২৯৯
- [মামলুক সুলতান নাসির মুহাম্মাদের আমিরদের দ্বারা শাসিত, ১২৯৯-১৩১০]
- আবুলফিদা, (মানসুর দ্বিতীয় মুহাম্মাদের ভাই) মালিকুল আফযালের পুত্র, ১৩১০-১৩৩২
- আফযাল মুহাম্মাদ, আবুল ফিদার পুত্র, ১৩৩২-১৩৪১।
১৩৪১ সালে মামলুক সালতানাতের আনুষ্ঠানিক দখল।
হিমসের আমিরগণ
[সম্পাদনা]- মুহাম্মাদ বিন শিরকুহ, (সালাহুদ্দিনের চাচা) শিরকুহের পুত্র , ১১৭৮-১১৮৬
- মুজাহিদ শিরকুহ, মুহাম্মাদ বিন শিরকুহের পুত্র, ১১৮৬-১২৪০
- মানসুর ইবরাহিম, মুজাহিদ শিরকুহের পুত্র, ১২৪০-১২৪৬
- আশরাফ মুসা, মানসুর ইবরাহিমের পুত্র, ১২৪৬-১২৪৮ (হিমস), ১২৪৮-১২৬০ (তেলুল বাশির)
- নাসির ইউসুফ, আলেপ্পো এবং দামেস্কের সুলতান হিসাবে, আজিজ মুহাম্মদের পুত্র, ১২৫০-১২৬০
- আশরাফ মুসা (দ্বিতীয় শাসন), ১২৬০-১২৬৩।
১২৬৩ সাল থেকে মিশর ও সিরিয়ার সুলতান বাইবার্স কর্তৃক নিযুক্ত আলমুদ্দিন সানজার বাশকিরদির অধীনে মামলুকদের দ্বারা সরাসরি শাসন করা হয়।
হিসন কাইফার আমিরগণ
[সম্পাদনা]- সালিহ আইয়ুব, কামিলের পুত্র, ১২৩২-১২৩৯
- মুয়াযযাম তুরানশাহ, সালিহ আইয়ুবের পুত্র, ১২৩৯-১২৪৯
- মুওয়াহিদ তাকিয়া আদ-দ্বীন আবদুল্লাহ, মুয়াযযাম তুরানশাহের পুত্র, ১২৪৯-১২৯৪
- কামিল আহমদ প্রথম, ১২৯৪-১৩২৫
- আদিল মুজিরুদ্দিন মুহাম্মাদ, ১৩২৫-১৩২৮
- আদিল শাহাবুদ্দিন, ১৩২৮-১৩৪৯ (মেইনেকে এই শাসককে আদিল গাজী, ১৩৪১-১৩৬৭ হিসাবে দিয়েছেন)[১]
- প্রথম সালিহ আবু বকর খলিল, ১৩৪৯-১৩৭৮
- আদিল ফখরুদ্দিন সুলায়মান প্রথম, ১৩৭৮-১৪৩২ (মেইনেকে এই শাসককে আদিল সুলাইমান, ১৩৭৭-১৪২৪ হিসাবে দেন) [১]
- আশরাফ শরফুদ্দিন, ১৪৩২-১৪৩৩
- সালিহ সালাহুদ্দিন, ১৪৩৩-১৪৫২
- কামিল আহমদ দ্বিতীয়, ১৪৫২-১৪৫৫
- আদিল খলিফ, ১৪৫৫-১৪৬২
- সালিহ খলিল দ্বিতীয়, ১৪৮২-১৫১১
- আদিল সুলায়মান দ্বিতীয়, ১৫১১-১৫১৪
- সালিহ খলিল দ্বিতীয় (দ্বিতীয়বার), ১৫১৪-১৫২০
- মালিক হোসেন, ১৫২০-১৫২১
- আদিল সুলায়মান দ্বিতীয় (দ্বিতীয়বার), ১৫২১-১৫২৪।
১৫২৪ সালে উসমানীয় সাম্রাজ্যের অধিগ্রহণ।
কারকের আমিরগণ
[সম্পাদনা]- সালাহুদ্দিন আইয়ুবি, ১১৮৮
- প্রথম আদিল, সালাহুদ্দিনের ভাই, ১১৮৮-১১৯৩
- মুয়াযযাম ঈসা, আদিল প্রথমের পুত্র, ১১৯৩-১২২৭
- নাসির দাউদ, মুয়াযযাম ঈসার পুত্র, ১২২৯-১২৪৯
- মুগিস উমর, দ্বিতীয় আদিলের পুত্র, ১২৪৯-১২৬৩।
১২৬৩ সালে মিশর ও সিরিয়ার সুলতান বাইবার্সের অধীনে মামলুকদের দ্বারা দখল।
দিয়ার বকরের আমিরগণ
[সম্পাদনা]- সালাহুদ্দিন, ১১৮৫-১১৯৩
- আদিল প্রথম, সালাহুদ্দিনের ভাই, ১১৯৩-১২০০
- আওহাদ আইয়ুব, আদিল প্রথমের পুত্র, ১২০০-১২১০
- আশরাফ মুসা, আদিল প্রথমের পুত্র, ১২১০-১২২০
- মুজাফফর গাজী, আদিল প্রথমের পুত্র, ১২২০-১২৪৪
- কামিল (দ্বিতীয়) মুহাম্মদ, মুজাফফর গাজীর পুত্র, ১২৪৪-১২৬০।
১২৬০ সালে মঙ্গোলদের দ্বারা নেওয়া।
ইয়েমেন ও হেজাজের আমিরগণ
[সম্পাদনা]- তুরান-শাহ, সালাহুদ্দিনের ভাই, ১১৭৩-১১৮১
- তুগতাকিন ইবনে আইয়ুব, সালাহুদ্দিনের ভাই, ১১৮১-১১৯৭
- মুইজ ফাতহ উদ্দিন ইসমাঈল, তুগতাকিন ইবনে আইয়ুবের পুত্র, ১১৯৭-১২০২
- নাসির মুহাম্মদ ইবনে তুগতাকিন ইবনে আইয়ুব, তুগতাকিন ইবনে আইয়ুবের পুত্র, ১২০২-১২১৪
- মুজাফফর সুলায়মান, মনসুর প্রথম মুহাম্মদের পুত্র, ১২১৪-১২১৫
- মাসুদ ইউসুফ, কামিলের পুত্র, ১২১৫-১২২৯।
১২২৯ সালে ইয়েমেনের রাসুলিদ রাজবংশ কর্তৃক দখল।
বানইয়াসের আমিরগণ
[সম্পাদনা]- আজিজ 'উসমান, আদিল প্রথমের পুত্র ১২১৮-১২৩২।
- জাহির গাজী, আজিজ উসমানের পুত্র ১২৩২-১২৩২।
- সাঈদ হাসান, আজিজ উসমানের পুত্র ১২৩২-১২৪৭।
- সালিহ আইয়ুব, কামিলের পুত্র (মিশরের নির্ভরতা) ১২৪৭-১২৪৯।
- নাসির ইউসুফ, আজিজ মুহাম্মদের পুত্র (দামাস্কাসের নির্ভরতা) ১২৫০-? .
- সাঈদ হাসান খ. আজিজ (দ্বিতীয় রাজত্ব; মৃত্যু ৬৫৮) ১২৬০-১২৬০।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ Meinecke 1996।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- Bosworth, C.E. (১৯৯৬)। The New Islamic Dynasties: A Chronological and Genealogical Manual। Columbia University Press, pp. 70-75।
- Humphreys, R.S. (১৯৭৭)। From Saladin to the Mongols: The Ayyubids of Damascus, 1193-1260। New York: SUNY press। পৃষ্ঠা 381–386। আইএসবিএন 0-87395-263-4।
- Lane-Poole, Stanley (১৮৯৪), "Ayyūbids", The Mohammadan Dynasties: Chronological and Genealogical Tables with Historical Introductions, Westminster: Archibald Constable and Company, পৃষ্ঠা 74–79, ওসিএলসি 1199708
- Meinecke, Michael (১৯৯৬), "3. Hasankeyf/Ḥiṣn Kaifā on the Tigris: A Regional Center on the Crossroad of Foreign Influences", Patterns of Stylistic Changes in Islamic Architecture: Local Traditions Versus Migrating Artists, New York University Press