বিষয়বস্তুতে চলুন

তৃতীয় মুযাফফর মাহমুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তৃতীয় মুযাফফর মাহমুদ
হামার আমির
রাজত্ব১২৮৪–১৩০০
পূর্বসূরিদ্বিতীয় মানসুর মুহাম্মাদ
উত্তরসূরিআবুলফিদা
জন্মঅজ্ঞাত
মৃত্যু১৩০০
রাজবংশআইয়ুবীয়
ধর্মসুন্নি ইসলাম

তৃতীয় মুযাফফর মাহমুদ ১২৮৪-১৩০০ সাল পর্যন্ত হামার আইয়ুবী আমির ছিলেন। তিনি ছিলেন মাানসুর মুহাম্মাদ দ্বিতীয়ের পুত্র, যার স্থলাভিষিক্ত তিনি। হামা এই সময়ে মামলুক সালতানাতের একটি করদরাজ্য আমিরাত ছিল।

জীবনী

[সম্পাদনা]

মুযাফফর ১২৯১ সালের আক্কা অবরোধে অংশ নিয়েছিলেন, ক্রাক দেস শেভালিয়ার্স থেকে একটি বড় ম্যাঙ্গোনেল শহরে আক্রমণকে সমর্থন করার জন্য নিয়ে এসেছিলেন।[] যদিও কয়েকটি ছোট ক্রুসেডার ছিটমহল টিকে ছিল, আক্কার পতন সিরিয়ায় ক্রুসেডার আমলের সমাপ্তি চিহ্নিত করে এবং এরপর মামলুকদের শাসন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ছিল।

১৩০০ সালে যখন তিনি মারা যান তখন হামা সংক্ষিপ্ত সময়ের জন্য সরাসরি মামলুক শাসনের অধীনে ছিল, কিন্তু ১৩১০ সালে মুযাফফরের চাচাতো ভাই আবুলফিদাকে আমির করা হয় এবং এটিই শহরে আইয়ুবীয়দের করদরাজ্যের চূড়ান্ত সময়কাল ছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Studies in Islamic History and Civilisation: In Honour of Professor David Ayalon, Cana Ltd. Jerusalem 1986 p.169
  2. Khair T., Leer M., Edwards J.D. and Ziadeh H. (eds.) Other Routes: 1500 Years of African and Asian Travel Writing, Signal Books Ltd. Oxford 2006 p.148