জন ম্যাকলারিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(John McLaren (cricketer) থেকে পুনর্নির্দেশিত)
জন ম্যাকলারিন
১৯১২ সালের সংগৃহীত স্থিরচিত্র জন ম্যাকলারিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন উইলিয়াম ম্যাকলারিন
জন্ম২২ ডিসেম্বর, ১৮৮৬
টুয়ং, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
মৃত্যু১৭ নভেম্বর, ১৯২১
হাইগেট হিল, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১০০)
২৩ ফেব্রুয়ারি ১৯১২ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩৪
রানের সংখ্যা ৫৬৪
ব্যাটিং গড় - ১২.৫৩
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ০* ৪৩*
বল করেছে ১৪৪
উইকেট ১০৭
বোলিং গড় ৭০.০০ ২৬.৭৪
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/২৩ ৫/৫৫
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৮/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ এপ্রিল ২০১৭

জন উইলিয়াম ম্যাকলারিন (ইংরেজি: John McLaren; জন্ম: ২২ ডিসেম্বর, ১৮৮৬ - মৃত্যু: ১৭ নভেম্বর, ১৯২১) কুইন্সল্যান্ডের টুয়ং এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১২ সালে একটিমাত্র টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পান জন ম্যাকলারিন

ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি কুইন্সল্যান্ডের পক্ষে খেলতেন।[১] দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন জন ম্যাকলিরন।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯১১-১২ মৌসুমের অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে অভিষেক ঘটে তার। এরফলে প্রথম কুইন্সল্যান্ডার হিসেবে টেস্ট খেলার সুযোগ লাভ করেন।[২] ২৩ ফেব্রুয়ারি, ১৯১২ তারিখে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অসীম সময়ের টেস্ট খেলায় তিনি ০/৪৭ ও ১/২৩ এবং উভয় ইনিংসেই শূন্য রানে অপরাজিত ছিলেন। ফ্রাঙ্ক ফস্টারকে বোল্ড করে একমাত্র টেস্ট উইকেট পান। খেলায় তার দল ৭০ রানে পরাজিত হয়েছিল।[৩]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

এলিজাবেথ ম্যাকইনটায়ার এবং উইলিয়াম ম্যাকলারিন দম্পতির সন্তান ছিলেন তিনি। ১৭ নভেম্বর, ১৯২১ তারিখে কুইন্সল্যান্ডের হাইগেট হিল এলাকায় তার দেহাবসান ঘটে। এরপূর্বে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। মাত্র ৩৪ বছর বয়সে তার মৃত্যু ঘটে ও ব্রিসবেনে টুয়ং সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]