এরিক ডেম্পস্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Eric Dempster থেকে পুনর্নির্দেশিত)
এরিক ডেম্পস্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামএরিক উইলিয়াম ডেম্পস্টার
জন্ম(১৯২৫-০১-২৫)২৫ জানুয়ারি ১৯২৫
ওয়েলিংটন, নিউজিল্যান্ড
মৃত্যু১৫ আগস্ট ২০১১(2011-08-15) (বয়স ৮৬)
ডুনেডিন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার, আম্পায়ার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬২)
১৩ মার্চ ১৯৫৩ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট৫ ফেব্রুয়ারি ১৯৫৪ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৪৭/৪৮ - ১৯৬০/৬১ওয়েলিংটন
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৫২
রানের সংখ্যা ১০৬ ১৫৯৩
ব্যাটিং গড় ১৭.৬৬ ২১.৮২
১০০/৫০ ০/০ ১/৭
সর্বোচ্চ রান ৪৭ ১০৫
বল করেছে ৫৪৪ ৮১২৫
উইকেট ১০২
বোলিং গড় ১০৯.৫০ ৩০.৮০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/২৪ ৫/৪৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ২৫/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ আগস্ট ২০১৯

এরিক উইলিয়াম ডেম্পস্টার, এমবিই (ইংরেজি: Eric Dempster; জন্ম: ২৫ জানুয়ারি, ১৯২৫ - মৃত্যু: ১৫ আগস্ট, ২০১১) ওয়েলিংটনে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৩ থেকে ১৯৫৪ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটন দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন এরিক ডেম্পস্টার

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত এরিক ডেম্পস্টারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। বামহাতি স্পিনার ও নিচেরসারিতে কার্যকরী ডানহাতি ব্যাটসম্যান এরিক ডেম্পস্টার ১৯৪৭-৪৮ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত ওয়েলিংটনে খেলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে ব্লোমফন্তেইনে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৫/৪৬ করেন। ১৯৫৬-৫৭ মৌসুমে ওয়েলিংটনে ওয়েলিংটনের সদস্যরূপে ক্যান্টারবারির বিপক্ষে ১০৫ রানের ব্যক্তিগত একমাত্র সেঞ্চুরির সন্ধান পান।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন এরিক ডেম্পস্টার। ১৩ মার্চ, ১৯৫৩ তারিখে অকল্যান্ডে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৫ ফেব্রুয়ারি, ১৯৫৪ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৫২-৫৩ মৌসুমে অকল্যান্ডে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ১৯৫৩-৫৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ঐ সফরে পাঁচ টেস্টের চারটিতে তার অংশগ্রহণ ছিল। জোহেন্সবার্গে সিরিজের চতুর্থ টেস্টে নিজস্ব সেরা খেলা উপহার দেন। প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ২১ রান করেন। ফলো-অনের কবলে পড়া অবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং উদ্বোধনে নেমে ৪৭ রান করে দলের শীর্ষ রান সংগ্রাহক হন।[১]

অবসর[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এরিক ডেম্পস্টার। ১৯৭১-৭২ মৌসুম থেকে ১৯৭৯-৮০ মৌসুম পর্যন্ত ওতাগোর নিজস্ব প্রথম-শ্রেণীর খেলাসহ একদিনের খেলায় আম্পায়ারিত্ব করেন। এছাড়াও, ১৯৭৩-৭৪ মৌসুম থেকে ১৯৭৫-৭৬ মৌসুম পর্যন্ত ডুনেডিন ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত তিনটি ওডিআইয়ে আম্পায়ারের দায়িত্বে ছিলেন।[২]

১৯৮৬ সালে রাণীর জন্মদিনের সম্মাননায় প্রতিবন্ধীদের সেবা প্রদান ও ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ওবিই পদবীতে ভূষিত হন।[৩] ডুনেডিন হাসপাতালের সাথে সম্পৃক্ত ডুনেডিনভিত্তিক কৃত্রিম অঙ্গপ্রতঙ্গবিষয়ক সেবাকর্মে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।[৪]

১৫ আগস্ট, ২০১১ তারিখে ৮৬ বছর বয়সে ওতাগোর ডুনেডিন এলাকায় এরিক ডেম্পস্টারের দেহাবসান ঘটে।[৫] তার ভস্মিভূত দেহ গ্রীন পার্ক সিমেট্রিতে সমাধিস্থ করা হয়েছে।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. South Africa v New Zealand, Johannesburg, 1953-54
  2. Eric Dempster umpiring
  3. London Gazette (supplement), No. 50553, 13 June 1986. Retrieved 21 January 2013.
  4. Wisden 2012, p. 190.
  5. "Cemeteries search – cremation"। Dunedin City Council। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Cemeteries search – burial"। Dunedin City Council। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]