বিল হান্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bill Hunt (cricketer) থেকে পুনর্নির্দেশিত)
বিল হান্ট
লিয়ারি কনস্ট্যান্টাইনের সাথে বিল হান্ট (বামে)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামউইলিয়াম আলফ্রেড হান্ট
জন্ম২৬ আগস্ট, ১৯০৮
বালমেইন, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু৩০ ডিসেম্বর, ১৯৮৩
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৩৯)
২৯ জানুয়ারি ১৯৩২ বনাম দক্ষিণ আফ্রিকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৮
রানের সংখ্যা ৩০১
ব্যাটিং গড় ০.০০ ১৪.৩৩
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৪৫
বল করেছে ৯৬ ৪২৩১
উইকেট ৬২
বোলিং গড় ২৩.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/০ ১২/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ ডিসেম্বর ২০১৯

উইলিয়াম আলফ্রেড হান্ট (ইংরেজি: Bill Hunt; জন্ম: ২৬ আগস্ট, ১৯০৮ - মৃত্যু: ৩০ ডিসেম্বর, ১৯৮৩) নিউ সাউথ ওয়েলসের বালমেইন এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১] অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে ব্যাটিং করতেন বিল হান্ট

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৩১-৩২ মৌসুম পর্যন্ত বিল হান্টের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন বিল হান্ট। ২৯ জানুয়ারি, ১৯৩২ তারিখে অ্যাডিলেডে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তিনি কোন টেস্টে অংশগ্রহণের সুযোগ পাননি।

৩০ ডিসেম্বর, ১৯৮৩ তারিখে ৭৫ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের বালমেইন এলাকায় বিল হান্টের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Australia – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৯ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]