বিষয়বস্তুতে চলুন

প্রবীর সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Mehedi Abedin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:১৬, ১৫ ডিসেম্বর ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (ভুল তথ্য)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

খোকন সেন
সেন দ্বিতীয় এলিজাবেথের সাথে হাত মেলানো অবস্থায়, জুন ১৯৫২।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
প্রবীরকুমার সেন
জন্ম(১৯২৬-০৫-৩১)৩১ মে ১৯২৬
ব্রাহ্মণবাড়ীয়া, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৭ জানুয়ারি ১৯৭০(1970-01-27) (বয়স ৪৩)
দক্ষিণ কলিকাতা (বর্তমান কলকাতা), পশ্চিমবঙ্গ, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট প্রথম-শ্রেণি
ম্যাচ সংখ্যা ১৪ ৮২
রানের সংখ্যা ১৬৫ ২৫৮০
ব্যাটিং গড় ১১.৭৮ ২৩.২৪
১০০/৫০ -/- ৩/১১
সর্বোচ্চ রান ২৫ ১৬৮
বল করেছে - ১৫০
উইকেট -
বোলিং গড় - ১৫.১৪
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - ৩/৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২০/১১ ১০৮/৩৬
উৎস: [১]

প্রবীরকুমার সেন বা খোকন সেন (জন্ম-৩১ মে ১৯২৬, ব্রাহ্মণবাড়িয়া (তৎকালীন কুমিল্লা) ; মৃত্যু ২৭ জানুয়ারি ১৯৭০ কলকাতা) ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় টেস্ট ক্রিকেটার যিনি ১৯৪৮ থেকে ১৯৫২ পর্যন্ত ১৪ টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তার পিতা অমিয় সেন ও মাতা বাসন্তী সেন।

কৃতিত্ব

তিনি মূলত উইকেট কিপার হিসেবে খ্যাতি অর্জন করলেও ব্যাট ও বলেও হাত ভাল ছিল তার। ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া টেস্ট সফরে প্রথম সুযোগ পান। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের প্রধান ও বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে স্ট্যাম্প আউট করে পরিচিতি পান। ১৯৫১ সালের 'ইন্ডিয়ান ক্রিকেট' সংস্করণে তাকে ভারতের শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় উপাধিতে ভূষিত করা হয়। ১৯৫২ সালে ইংল্যান্ড সফর করেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খবরের কাগজে বিশেষজ্ঞের মতামত দিতেন তিনি।

তথ্যসূত্র

বহিঃসংযোগ