বিজয় সরণি
অবয়ব
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | ২৩°৪৫′৫৩″ উত্তর ৯০°২৩′১০″ পূর্ব / ২৩.৭৬৪৭৮° উত্তর ৯০.৩৮৬১৪° পূর্ব |
বিজয় সরণি ঢাকা শহরের একটি প্রধান রাস্তা। ফার্মগেট থেকে পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি সনি র্যাংগস ভবন হতে খামার বাড়ি হতে রোকেয়া সরণীকে আড়াআড়ি সংযুক্ত করেছে। ব্যস্ত সড়ক, এক মাথায় ম্যুরাল ও অন্য মাথায় একটি জঙ্গি বিমান সড়ক দ্বীপে বসানো আছে। এর এক পাশে ভাসানী নভো থিয়েটার অবস্থিত।