বিষয়বস্তুতে চলুন

বিক্রম সারাভাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Waraka Saki (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:২০শ শতাব্দীর ভারতীয় পদার্থবিদ যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

বিক্রম সারাভাই
জন্ম১২ অগাস্ট , ১৯১৯
মৃত্যু৩০ ডিসেম্বর ১৯৭১
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনগুজরাত কলেজ , কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণভারতীয় মহাকাশ গবেষণা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ
দাম্পত্য সঙ্গীমৃণালিনী সারাভাই
পুরস্কারপদ্মবিভূষণ
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রসৌরজগত অধ্যয়ন, পৃথিবী এবং গ্ৰহ বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহIndian Space Research Organisation
ভৌতিক গবেষণাগার (PRL)
ডক্টরাল উপদেষ্টাC. V. Raman
ডক্টরেট শিক্ষার্থীDr. K. Narayanan Nair, Udupi Ramachandra Rao

ডঃ বিক্রম আম্বালাল সারাভাই ভারতের প্রথিতযশা একজন বিজ্ঞানী, তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। তাকে ভারতের অন্তরীক্ষ গবেষণার জনক বলা হয়।

জন্ম

আমদাবাদে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী বিক্রম সারাভাই।

কর্মজীবন ও গবেষণা

কেমব্রিজ থেকে ফিরে পরিবার ও বন্ধুদের সাহায্যে ১৯৪৭ সালের ১১ নভেম্বর আমদাবাদে গড়ে তোলেন ‘ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’ (পিআরএল)। ১৯৬৬ সালে আমদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। পিআরএল ছাড়াও আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ অ্যাকাডেমি-সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি। []

পুরস্কার এবং সম্মান

১৯৬৬ সালে পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় তাকে।

বহিঃসংযোগ

তথ্যসূত্ৰ

  1. "Sarabhai and Isro"। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯