বিক্রম সারাভাই
বিক্রম সারাভাই | |
---|---|
![]() | |
জন্ম | ১২ অগাস্ট , ১৯১৯ আহমেদাবাদ, গুজরাট, ভারত |
মৃত্যু | ৩০ ডিসেম্বর ১৯৭১ তিরুবনন্তপুরম, কেরালা, ভারত |
বাসস্থান | ভারত |
জাতীয়তা | ভারতীয় |
কর্মক্ষেত্র | সৌরজগত অধ্যয়ন, পৃথিবী এবং গ্ৰহ বিজ্ঞান |
প্রতিষ্ঠান | Indian Space Research Organisation ভৌতিক গবেষণাগার (PRL) |
প্রাক্তন ছাত্র | গুজরাট কলেজ , কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | C. V. Raman |
পিএইচডি ছাত্ররা | Dr. K. Narayanan Nair, Udupi Ramachandra Rao |
পরিচিতির কারণ | ভারতীয় মহাকাশ গবেষণা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ |
উল্লেখযোগ্য পুরস্কার | পদ্মবিভূষণ |
স্ত্রী/স্বামী | মৃণালিনী সারাভাই |
ডঃ বিক্রম আম্বালাল সারাভাই ভারতের প্রথিতযশা একজন বিজ্ঞানী, তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। তাকে ভারতের অন্তরীক্ষ গবেষণার জনক বলা হয়।
জন্ম[সম্পাদনা]
আমদাবাদে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী বিক্রম সারাভাই।
কর্মজীবন ও গবেষণা[সম্পাদনা]
কেমব্রিজ থেকে ফিরে পরিবার ও বন্ধুদের সাহায্যে ১৯৪৭ সালের ১১ নভেম্বর আমদাবাদে গড়ে তোলেন ‘ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি’ (পিআরএল)। ১৯৬৬ সালে আমদাবাদে কমিউনিটি সায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করেন যা এখন বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। পরবর্তীকালে অ্যাটোমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। পিআরএল ছাড়াও আমদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কমিউনিটি সায়েন্স সেন্টার, দর্পণ অ্যাকাডেমি-সহ একাধিক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তিনি। [১]
পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]
১৯৬৬ সালে পদ্মভূষণ ও ১৯৭২ সালে মরণোত্তর পদ্মবিভূষণ খেতাব দেওয়া হয় তাকে।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- চন্দ্ৰযান-১র ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ এপ্রিল ২০১৪ তারিখে
- বিক্রম সারাভাইর আলাপ
- মংগলযান সম্পর্কে বিক্রম সারাভাই
তথ্যসূত্ৰ[সম্পাদনা]
- ↑ "Sarabhai and Isro"। ১২ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৯।