ইমন মাহমুদ
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ ইমন মাহমুদ বাবু | ||
জন্ম | ৩ জুন ১৯৯১ | ||
জন্ম স্থান | ঢাকা, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ঢাকা আবাহনী | ||
জার্সি নম্বর | ৬ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১৩ | শেখ রাসেল | ||
২০১৩–২০১৪ | ঢাকা মোহামেডান | ||
২০১৪–২০১৮ | ঢাকা আবাহনী | ||
২০১৯–২০২১ | বসুন্ধরা কিংস | ৩৩ | (১) |
২০২২– | ঢাকা আবাহনী | ১১ | (২) |
জাতীয় দল‡ | |||
২০০৯– | বাংলাদেশ | ১৪ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩৪, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মোহাম্মদ ইমন মাহমুদ বাবু (জন্ম: ৩ জুন ১৯৯১; ইমন মাহমুদ নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০০৯–১০ মৌসুমে, বাংলাদেশী ক্লাব শেখ রাসেলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১৩–১৪ মৌসুমে তিনি ঢাকা মোহামেডানে যোগদান করেছেন। ঢাকা মোহামেডানে মাত্র ১ মৌসুম অতিবাহিত করার পর ঢাকা আবাহনীর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। পরবর্তীকালে, তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি বসুন্ধরা কিংস হতে বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীতে যোগদান করেছেন।
২০০৯ সালে, বাবু বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগতভাবে, বাবু বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭ বাংলাদেশ ফেডারেশন কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম।[১] দলগতভাবে, বাবু এপর্যন্ত ১০টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি শেখ রাসেলের হয়ে, ১টি ঢাকা মোহামেডানের হয়ে, ৪টি ঢাকা আবাহনীর হয়ে এবং ২টি বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
মোহাম্মদ ইমন মাহমুদ বাবু ১৯৯১ সালের ৩রা জুন তারিখে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
২০০৯ সালের ২৬শে এপ্রিল তারিখে, মাত্র ১৭ বছর ১০ মাস ২৪ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী বাবু কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৫৭ তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় মোহাম্মদ জাহিদ হোসেনের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচটি বাংলাদেশ ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে বাবু সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
আন্তর্জাতিক
- ৩১ মার্চ ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০০৯ | ৩ | ০ |
২০১১ | ২ | ০ | |
২০১৫ | ১ | ০ | |
২০১৬ | ২ | ০ | |
২০১৮ | ৬ | ০ | |
সর্বমোট | ১৪ | ০ |
তথ্যসূত্র
- ↑ "Walton Federation Cup 2017: Dominant Abahani retain title"। Dhaka Tribune। ৬ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
- সকারওয়েতে ইমন মাহমুদ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইমন মাহমুদ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইমন মাহমুদ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ইমন মাহমুদ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইমন মাহমুদ (ইংরেজি)