বিষয়বস্তুতে চলুন

কম্বাইন্ড ক্যাম্পাসেস ও কলেজেস ক্রিকেট দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:১১, ৯ মার্চ ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
কম্বাইন্ড ক্যাম্পাসেস ও কলেজেস
কর্মীবৃন্দ
অধিনায়কবার্বাডোস ওমর ফিলিপস (প্রথম-শ্রেণী)
বার্বাডোস কার্লোস ব্রাদওয়েট (লিস্ট এ)
কোচবার্বাডোস ফ্লয়েড রেইফার
দলের তথ্য
রং  নীল
প্রতিষ্ঠা২০০৭
স্বাগতিক মাঠথ্রি ডব্লিউজ ওভাল, ব্রিজটাউন
ধারণক্ষমতা২০,০০০
দাপ্তরিক ওয়েবসাইটসিসিসি

কম্বাইন্ড ক্যাম্পাসেস ও কলেজেস (সিসিসি) ওয়েস্ট ইন্ডিজের লিস্ট এ ক্রিকেট ও সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। কেএফসি কাপ নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের রিজিওন্যাল সুপার৫০ ঘরোয়া প্রতিযোগিতায় দলটি খেলে ও সাবেক ক্যারিব বিয়ার কাপ নামে পরিচিত রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশনে অংশ নিয়েছিল। মূলতঃ পূর্বেকার ওয়েস্ট ইন্ডিজের বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল নামে পরিচিত এ দলটি ২০০৭-০৮ মৌসুমে গঠন করা হয়। অক্টোবর, ২০০৭ সালে কেএফসি কাপ একদিনের প্রতিযোগিতায় দলটি প্রথম অংশ নেয়।

ইতিহাস

[সম্পাদনা]

জানুয়ারি, ২০০৮ সালের ক্যারিব বিয়ার কাপের মাধ্যমে চারদিনের খেলায় দলটি তাদের প্রথম খেলায় অংশ নেয়। প্রথম মৌসুম শেষে দলটি ছয় খেলায় অংশ নিয়ে কেবলমাত্র একটিতে জয় পেয়ে লীগের পয়েন্ট তালিকায় সর্বনিম্ন স্থান দখল করে।[] দ্বিতীয় মৌসুমে তাদের খেলায় উত্তরণ দেখা যায়। ১২ খেলার মধ্যে চারটিতে জয়ী হয় ও বার্বাডোসের সাথে সমান পয়েন্ট লাভ করে।[]

২০১১ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে দলটি চমৎকার খেলে ও চূড়ান্ত খেলায় জ্যামাইকার মুখোমুখি হয়। প্রতিযোগিতার ইতিহাসে এটিই দলের তৎকালীন সেরা সাফল্য ছিল। বার্বাডোস, লিওয়ার্ড আইল্যান্ডস, উইন্ডওয়ার্ড আইল্যান্ডসগায়ানার বিপক্ষে দলটি জয় পেয়েছিল। কিন্তু, চূড়ান্ত খেলায় শক্তিধর জ্যামাইকার বিপক্ষে তারা মোটেই সুবিধে করতে পারেনি ও পরাজিত হয়। ২০১২ সালের ক্যারিবীয় ৪-দিনের প্রতিযোগিতায় লিওয়ার্ড আইল্যান্ডসের কাছে ইনিংস ও ১৫ রানে পরাজিত হয়ে বিদেয় নেয়।

জুলাই, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা করে যে, ২০১৪-১৫ মৌসুমের রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশনে দলটিকে বাইরে রাখা হবে। মার্চ, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালক রিচার্ড পাইবাসের প্রতিবেদনের সুপারিশমালা বাস্তবায়নে কয়েকটি পরিবর্তনের অন্যতম হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়।[]

২০১৭ সালে দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে একই ধরনের দল গঠন করা হয়। কম্বাইন্ড ইউনিভার্সিটিজ ও ক্যাম্পাসেস (সিসিসি) নামের দলটি জ্যামাইকা ক্রিকেট অ্যাসোসিয়েশন সুপার লীগ নামীয় নতুন প্রিমিয়ার দুই-দিনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেয়।[]

অক্টোবর, ২০১৮ সালে দলটি ত্রিনিদাদ ও টোবাগো দলকে রিজিওন্যাল সুপার৫০ প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় পরাজিত করে। এরফলে, প্রথমবারের মতো ঐ প্রতিযোগিতার শিরোপা জয় করতে সক্ষম হয়।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Carib Beer Cup 2007/08 Table, CricketArchive, Retrieved on 29 December 2008
  2. Regional Four Day Competition 2008/09 Table, CricketArchive, Retrieved on 8 June 2009
  3. Combined Campuses and Colleges excluded from WI first-class
  4. Six team JCA Super League launched
  5. "Combined Colleges and Campuses claim historic Super50 crown"Sports Max। ২৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮ 
  6. "CCC lifts Super50 crown"Trinidad and Tobago Guardian। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮