বিষয়বস্তুতে চলুন

স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Wikitanvir (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৫০, ১০ অক্টোবর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (Wikitanvir স্ত্রীরোগবিদ্যা কে স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান শিরোনামে স্থানান্তর করেছেন: সঠিক পরিভাষা)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

1822

স্ত্রীরোগ-সম্বন্ধীয় শল্যচিকিৎসা বা গাইনেকোলজি (ইংরেজি: Gynaecology) বলতে বোঝায় শল্যচিকিৎসার সেই শাখা যাতে স্ত্রী জননতন্ত্রের রোগাদির চিকিৎসা করা হয়। অধিকাংশ স্ত্রীরোগ-সম্বন্ধীয় শল্যচিকিৎসক প্রসূতিবিদ্যাও করে থাকেন তাই এই বিষয়টিকে প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ-সম্বন্ধীয় শল্যচিকিৎসা (Obstetrics and gynaecology) বলা হয়ে থাকে।