২০২৩ কোপা দেল রেই ফাইনাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ কোপা দেল রেই ফাইনাল
সেভিলের লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালের আয়োজন করা হয়েছিল
প্রতিযোগিতা২০২২–২৩ কোপা দেল রেই
তারিখ৬ মে ২০২৩ (2023-05-06)
মাঠলা কার্তুজা, সেভিল
ম্যাচসেরারদ্রিগো (রিয়াল মাদ্রিদ)[১]
রেফারিজোসে মারিয়া সানচেজ মার্তিনেজ (মুর্সিয়া)[২]
দর্শক সংখ্যা৫৫,৫৭৯
২০২২
২০২৪

২০২৩ কোপা দেল রেই ফাইনাল ছিল একটি ফুটবল ম্যাচ যা স্পেনের প্রাথমিক ফুটবল কাপ ২০২২–২৩ কোপা দেল রেইর ১২১তম সংস্করণের বিজয়ী নির্ধারণ করেছিল। ম্যাচটি ২০২৩ সালের ৬ মে সেভিলের এস্তাদিও দে লা কার্তুজাতে রিয়াল মাদ্রিদ এবং ওসাসুনার মধ্যে খেলা হয়েছিল।[৩][৪]

রিয়াল মাদ্রিদের জন্য ২০১৪ সালের পর এটি ছিল তাদের প্রথম ফাইনালে উপস্থিতি, এর আগে তারা ১৯ বার শিরোপাটি জিতেছে। ওসাসুনা ২০০৫ সালে পরাজিত হয়ে ইতিহাসে দ্বিতীয়বার কোপা দেল রেই ফাইনালে উঠেছিল।

রিয়াল মাদ্রিদ ম্যাচটি ২–১ গোলো জিতে তাদের ২০তম কোপা দেল রেই খেতাব অর্জন করেছে।[৫]

ফাইনালের পথ[সম্পাদনা]

রিয়াল মাদ্রিদ পর্ব ওসাসুনা
প্রতিপক্ষ ফলাফল প্রতিপক্ষ ফলাফল
বিদায় প্রথম পর্ব ফুয়েন্তেস ৪–১ (অ)
বিদায় দ্বিতীয় পর্ব আর্নেডো ৩–১ (অ)
ক্যাসেরেনো ১–০ (অ) রাউন্ড অফ ৩২ জিমন্যাস্টিক ২–১ (অ.স.প.) ) (অ)
ভিলারিয়াল ৩–২ (অ) রাউন্ড অব ১৬ রিয়েল বেটিস ২–২ (4–2 পে.) (অ)
অ্যাটলেটিকো মাদ্রিদ ৩–১ (অ.স.প.) ) (নি) কোয়ার্টার ফাইনাল সেভিলা ২–১ (অ.স.প.) ) (নি)
বার্সেলোনা ০–১ (নি), ৪–০ (অ) সেমিফাইনাল অ্যাথলেটিক বিলবাও ১–০ (নি), ১–১ (অ.স.প.) ) (অ)

সংক্ষেপ: (নি) = নিজস্ব মাঠে; (অ) = অন্যের মাঠে

ম্যাচ[সম্পাদনা]

বিস্তারিত[সম্পাদনা]

রিয়াল মাদ্রিদ২–১ওসাসুনা
প্রতিবেদন
লা কার্তুজা, সেভিল
দর্শক সংখ্যা: ৫৫,৫৭৯
রিয়াল মাদ্রিদ
ওসাসুনা
GK বেলজিয়াম তিবো কুর্তোয়া হলুদ কার্ড ৯০+৪'
RB স্পেন দানি কারভাহাল
CB ব্রাজিল এদের মিলিতাও হলুদ কার্ড ৪১'
CB অস্ট্রিয়া ডেভিড আলাবা
LB ১২ ফ্রান্স এদুয়ার্দো কামাভিঙ্গা হলুদ কার্ড ৭৫'
DM ১৮ ফ্রান্স ওরেলিয়াঁ চুয়ামেনি ৬৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৯'
CM ১৫ উরুগুয়ে ফেদেরিকো ভালভের্দে হলুদ কার্ড ৯০'
CM জার্মানি টনি ক্রুস ৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
RW ২১ ব্রাজিল রদ্রিগো ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
CF ফ্রান্স করিম বেনজেমা ()
LW ২০ ব্রাজিল ভিনিসিউস জুনিয়র হলুদ কার্ড ৪৫'
প্রতিস্থাপন:
GK ১৩ ইউক্রেন আন্দ্রি লুনিন
DF স্পেন হেসুস ভায়েহো
DF স্পেন নাচো ফের্নান্দেস
DF ১৬ স্পেন আলভারো ওদ্রিওসোলা
DF ১৭ স্পেন লুকাস ভাসকেস
DF ২২ জার্মানি আন্টোনিও রুডিগার ৬৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৯'
MF ১০ ক্রোয়েশিয়া লুকা মদরিচ ৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
MF ১৯ স্পেন দানি সেবায়োস
FW বেলজিয়াম এদেন আজার
FW ১১ স্পেন মার্কো আসেন্সিও ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
FW ২৪ ডোমিনিকান প্রজাতন্ত্র মারিয়ানো দিয়াস
ম্যানেজার:
ইতালি কার্লো আনচেলত্তি
GK স্পেন সের্হিও হেরেরা
RB ১৫ স্পেন রুবেন পেনিয়া ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
CB ২৩ স্পেন আরিদানে হের্নান্দেজ
CB স্পেন ডেভিড গার্সিয়া () হলুদ কার্ড ৩৭'
LB স্পেন জুয়ান ক্রুজ
DM স্পেন লুকাস তোরো ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
CM স্পেন জন মনকায়োলা হলুদ কার্ড ২১'
CM ২২ স্পেন আইমার ওরোজ
RW ১৬ স্পেন মোই গোমেজ ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
CF ১৭ ক্রোয়েশিয়া আন্তে বুদিমির ৭০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭০'
LW ১২ মরক্কো আব্দে এজালজৌলি ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
প্রতিস্থাপন:
GK ২৫ স্পেন আইতোর ফেরনান্দেজ
DF স্পেন উনাই গার্সিয়া
DF ২০ স্পেন মনু সানচেজ
DF ৩১ স্পেন জর্জ হেরান্দো
DF ৩৫ স্পেন ডিয়েগো মোরেনো
MF ১১ স্পেন কিকে বার্জা হলুদ কার্ড ৮৩' ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
MF ১৪ স্পেন রুবেন গার্সিয়া ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
MF ১৯ স্পেন পাবলো ইবানেজ হলুদ কার্ড ৯০+৪' ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
MF ৩৪ স্পেন ইকার মুনোজ
FW আর্জেন্টিনা চিমি আভিলা ৭০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭০'
FW ১৮ স্পেন কিকে গার্সিয়া ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
ম্যানেজার:
স্পেন হাগোবা আরাসাতে

ম্যান অব দ্য ম্যাচ: রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)[১]

সহকারী রেফারি:[২] রাউল কাবানেরো মার্টিনেজ (মুর্সিয়া অঞ্চল) হোসে এনরিক পেরেজ নারাঞ্জো (লাস পালমাস) চতুর্থ রেফারি :[২] জুয়ান মার্টিনেজ মুনুয়েরা (ভ্যালেন্সিয়া) রিজার্ভ সহকারী রেফারি:[২] জুয়ান হোসে লোপেজ মির (মুরসিয়া অঞ্চল) ভিডিও সহকারী রেফারি :[২] সান্তিয়াগো জাইমে লাত্রে (আরাগন) সহকারী ভিডিও সহকারী রেফারি :[২] দিয়েগো বারবেরো সেভিলা (আন্দালুসিয়া)

ম্যাচের নিয়ম

টীকা[সম্পাদনা]

  1. হাফ-টাইমে, অতিরিক্ত সময়ের শুরুর আগে এবং অতিরিক্ত সময়ের হাফ-টাইমে করা প্রতিস্থাপন বাদে প্রতিটি দলকে প্রতিস্থাপন করার জন্য মাত্র তিনটি সুযোগ দেওয়া হয়েছিল (অতিরিক্ত সময়ে চতুর্থ সুযোগ)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "El bigoleador Rodrygo Goes, mejor jugador de la final" [Double goalscorer Rodrygo Goes, best player of the final]। Royal Spanish Football Federation (স্পেনীয় ভাষায়)। ৬ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৬ মে ২০২৩ 
  2. "Relación de equipos arbitrales designados" [List of appointed referee team members] (পিডিএফ) (স্পেনীয় ভাষায়)। Royal Spanish Football Federation। ৫ মে ২০২৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০২৩ 
  3. "Official: La Cartuja stadium in Seville to host Copa del Rey finals until 2023"as.com। AS। ৫ ফেব্রুয়ারি ২০২০। ১২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২২ 
  4. "Copa del Rey 2022/2023 Final"World Football। ৫ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২৩ 
  5. "Real Madrid win first Copa del Rey since 2014"BBC Sport। ৭ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৭ মে ২০২৩