বালেনসীয় ফুটবল ফেডারেশন
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯০৯ |
---|---|
সদর দপ্তর | বালেনসিয়া, স্পেন |
ফিফা অধিভুক্তি | নেই |
সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
বালেনসীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federació Valenciana de Fútbol, ইংরেজি: Valencian Football Federation; এছাড়াও সংক্ষেপে ভিএফএফ নামে পরিচিত) হচ্ছে স্পেনের বালেনসীয় সম্প্রদায়ের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর স্পেনের বালেনসিয়ায় অবস্থিত।
এই সংস্থাটি পুরুষ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাম্পেওনাতো রেগিওনাল দে লেবান্তের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বালেনসীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সালবাদোর গোমার ফায়োস।
তহ্যসুত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (স্পেনীয়)