২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
শহর | চট্টগ্রাম |
তারিখ | ১৮ ফেব্রুয়ারি - ২ মার্চ ২০১৭ |
দল | ৮ (৫ জাতি থেকে) |
মাঠ | এম এ আজিজ স্টেডিয়াম (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | টি.সি. স্পোর্টস ক্লাব (১ম শিরোপা) |
রানার-আপ | এফসি পোচন |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৫ |
গোল সংখ্যা | ৩৬ (ম্যাচ প্রতি ২.৪টি) |
শীর্ষ গোলদাতা | আমরেদিন শরিফি (৪) |
সেরা খেলোয়াড় | হাং জি সাং |
সেরা গোলরক্ষক | মোহাম্মদ নেহাল (চট্টগ্রাম আবাহনী) |
২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সংস্করণ, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনী আয়োজিত একটি আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট। এটি ১৮ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ২ মার্চ ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপের টিসি স্পোর্টস।[১]
অংশগ্রহণকারী দল
[সম্পাদনা]এএফসি-র পাঁচটি দেশের আটটি ক্লাব তাদের দলকে টুর্নামেন্টে অংশ নিতে পাঠিয়েছিল বাংলাদেশ থেকে তিনটি দল, পাশাপাশি দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, মালদ্বীপ, কিরগিজস্তান, নেপাল থেকে একটি করে দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলি হল:
- ঢাকা আবাহনী
- মানাং মারসায়াংদি ক্লাব
- শাহেন আসমায়ী এফ.সি.
- ঢাকা মোহামেডান
- চট্টগ্রাম আবাহনী
- এফসি অলগা বিশকেক
- এফসি পোচন
- টি.সি. স্পোর্টস ক্লাব
ড্র
[সম্পাদনা]১৩ ফেব্রুয়ারি, ২০১৭ সালে ঢাকার মতিঝিলের বাবুফে ভবনে ড্র অনুষ্ঠিত হয়।[২] অংশগ্রহণকারী আট দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের দুটি দলই সেমিফাইনালে উঠবে।
মাঠ
[সম্পাদনা]চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম | |
---|---|
এম এ আজিজ স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২০,০০০ | |
গ্রুপ পর্ব
[সম্পাদনা]৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলে।
গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | টি.সি. স্পোর্টস ক্লাব | ৩ | ২ | ১ | ০ | ৪ | ২ | +২ | ৭ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | এফসি পোচন | ৩ | ১ | ২ | ০ | ৩ | ১ | +২ | ৫ | |
৩ | ঢাকা আবাহনী | ৩ | ১ | ১ | ১ | ২ | ২ | ০ | ৪ | |
৪ | এফসি অলগা বিশকেক | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৬ | −৪ | ০ |
এফসি অলগা বিশকেক | ০-২ | এফসি পোচন |
---|---|---|
প্রতিবেদন | ১৪' জাং ইয়ং ১৯' কিয়ং ডিউক |
ঢাকা আবাহনী | ০-১ | টি.সি. স্পোর্টস ক্লাব |
---|---|---|
প্রতিবেদন | ১৬' ইব্রাহিম মাহমুদি |
এফসি অলগা বিশকেক | ১-২ | টি.সি. স্পোর্টস ক্লাব |
---|---|---|
সুলতনভ ৩৬' | প্রতিবেদন | ৪৫' হাসান নিয়াজ ৭০' স্টুয়ার্ট ইজিল |
এফসি পোচন | ১-১ | টি.সি. স্পোর্টস ক্লাব |
---|---|---|
পার্ক জুং সো ৭৭' | প্রতিবেদন | ৪৫' এজিকিয়েল |
ঢাকা আবাহনী | ২-১ | এফসি অলগা বিশকেক |
---|---|---|
ওয়ালী ফয়সাল ৩০' জোনাথন ডেভিড ৪০' |
প্রতিবেদন | ৭০' হোসানভ |
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চট্টগ্রাম আবাহনী | ৩ | ১ | ২ | ০ | ৫ | ৩ | +২ | ৫ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | মানাং মারসায়াংদি ক্লাব | ৩ | ১ | ১ | ১ | ৫ | ৫ | ০ | ৪ | |
৩ | ঢাকা মোহামেডান | ৩ | ১ | ১ | ১ | ২ | ৩ | −১ | ৪ | |
৪ | শাহেন আসমায়ী এফ.সি. | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৬ | −১ | ৩ |
ঢাকা মোহামেডান | ০-২ | মানাং মারসায়াংদি ক্লাব |
---|---|---|
প্রতিবেদন | ৫৪' ওলাদিপো ৮৭' বিশাল রায় |
চট্টগ্রাম আবাহনী | ৩-১ | শাহেন আসমায়ী এফ.সি. |
---|---|---|
অগাস্টিন ওয়ালসন ২৪', ৮৩' এনকোচা কিংসলে ৪০' |
প্রতিবেদন | ৫৬' নাসির হোসাইনি |
শাহেন আসমায়ী এফ.সি. | ৩-১ | মানাং মারসায়াংদি ক্লাব |
---|---|---|
শরিফি ৩৬', ৬৫', ৭৪' | প্রতিবেদন | ৭১' বিমল বাসনেট |
মানাং মারসায়াংদি ক্লাব | ২-২ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
ওলাদিপো ৩', ২২' | প্রতিবেদন | ৩১' নাসির উদ্দিন ৬১' (পে.) অগাস্টিন ওয়ালসন |
ঢাকা মোহামেডান | ২-১ | শাহেন আসমায়ী এফ.সি. |
---|---|---|
দাউদা ৩২', ৬৯' | প্রতিবেদন | ৮৬' আমিরউদ্দিন |
নকআউট পর্ব
[সম্পাদনা]সেমি ফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | টি.সি. স্পোর্টস ক্লাব | ১ | ||||||
বি২ | মানাং মারসায়াংদি ক্লাব | ০ | ||||||
এ১ | টি.সি. স্পোর্টস ক্লাব | ২ (৪) | ||||||
এ২ | এফসি পোচন | ২ (২) | ||||||
বি১ | চট্টগ্রাম আবাহনী | ১ | ||||||
এ২ | এফসি পোচন | ২ |
সেমি-ফাইনাল
[সম্পাদনা]টি.সি. স্পোর্টস ক্লাব | ১-০ | মানাং মারসায়াংদি ক্লাব |
---|---|---|
নাফিউ ৮৩' | প্রতিবেদন |
চট্টগ্রাম আবাহনী | ১-২ | এফসি পোচন |
---|---|---|
জামাল ভুঁইয়া ২২' | প্রতিবেদন | ৪৩' (পে.) জাং ইয়ং-ইক ৪৬' পার্ক সিউং রিওল |
ফাইনাল
[সম্পাদনা]টি.সি. স্পোর্টস ক্লাব | ২-২ (অ.স.প.) | এফসি পোচন |
---|---|---|
হানিফ আবদুল্লাহ ১৮' আজম মোহামেদ ৮৩' |
প্রতিবেদন | ৪৩'জা ইয়ং ইক ফারাহ আহমেদ ৫৩' (আত্মঘাতী) |
পেনাল্টি | ||
|
৪-২ |
|
বিজয়ী
[সম্পাদনা]২০১৭ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ বিজয়ী |
---|
টি.সি. স্পোর্টস ক্লাব প্রথম শিরোপা |
গোলদাতা
[সম্পাদনা]এই প্রতিযোগিতায় ১৫টি ম্যাচে ৩৬টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৪টি গোল।
৪টি গোল
৩টি গোল
২টি গোল
১টি গোল
- জি কেওনি দেউক (এফসি পোচন)
- জাং ইয়ং (এফসি পোচন)
- ইব্রাহিম ওয়াহেদ হাসান (টি.সি. স্পোর্টস ক্লাব)
- ওয়ালি ফয়সাল (ঢাকা আবাহনী)
- জোনাথন (ঢাকা আবাহনী)
- কাজীম আমোবি (এফসি অলগা বিশকেক)
- বিশাল রায় (মানাং মারসায়াংদি ক্লাব)
- বিমল (মানাং মারসায়াংদি ক্লাব)
- ঈশান ইব্রাহিম (টি.সি. স্পোর্টস ক্লাব)
- নাসির (চট্টগ্রাম আবাহনী)
- জামাল ভূইয়া (চট্টগ্রাম আবাহনী)
- আমিরউদ্দিন (শাহেন আসমায়ী এফ.সি.)
- অগাস্টিন ওয়ালসন (চট্টগ্রাম আবাহনী)
- হানীফা আব্দুল্লা (টি.সি. স্পোর্টস ক্লাব)
- আজম মোহাম্মেদ (টি.সি. স্পোর্টস ক্লাব)
- নাফিউ আলী (টি.সি. স্পোর্টস ক্লাব)
- পার্ক সেউং (এফসি পোচন)
- এনকোচা কিংসলে (ঢাকা মোহামেডান)
- তুরসুনালী রুস্তমভ (এফসি অলগা বিশকেক)
১টি আত্মঘাতী গোল
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "টিসি স্পোর্টস চ্যাম্পিয়ন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭।
- ↑ "কঠিন গ্রুপে ঢাকা আবাহনী"। প্রথম আলো। ১৪ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২০।