২০১৯ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
শহর | চট্টগ্রাম |
তারিখ | ১৯-৩০ অক্টোবর ২০১৯ |
দল | ৮ (৫ জাতি থেকে) |
মাঠ | এম এ আজিজ স্টেডিয়াম (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | তেরেঙ্গানু (১ম শিরোপা) |
রানার-আপ | চট্টগ্রাম আবাহনী |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৫ |
গোল সংখ্যা | ৫৯ (ম্যাচ প্রতি ৩.৯৩টি) |
শীর্ষ গোলদাতা | লি টাক (৬টি গোল) |
সেরা খেলোয়াড় | লি টাক (তেরেঙ্গানু) |
২০১৯ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ৩য় সংস্করণ, যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনী আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট।.[১][২] এটি ১৯-৩০ অক্টোবর ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৩] [৪][৫] টুর্নামেন্টে প্রতিটি দলের অংশগ্রহণ ফি ১০,০০০ মার্কিন ডলার করে দেওয়া হবে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়নকে ৫০,০০০ মার্কিন ডলার প্রদান করা হবে এবং রানার্স-আপ কে ২৫,০০০ মার্কিন ডলার প্রদান করা হবে।[৬]
তেরেঙ্গানু বর্তমান ট্রফিধারী। ৩১ অক্টোবর ২০১৯ তারিখে তারা চট্টগ্রাম আবাহনী কে ২-১ গোলে পরাজিত করে।[৭]
অংশগ্রহণকারী দল
[সম্পাদনা]এএফসির পাঁচটি দেশ থেকে আটটি ক্লাব তাদের দল পাঠিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে । এতে বাংলাদেশের দুটি দল, ভারতের তিনটি দল এবং লাওস, মালয়েশিয়া ও মালদ্বীপের একটি করে দল অংশগ্রহণ করে।[৮]
- অংশগ্রহণকারী দলগুলি নিম্নরূপ
- চট্টগ্রাম আবাহনী (স্বাগতিক)
- বসুন্ধরা কিংস
- মোহনবাগান
- গোকুলাম কেরালা
- চেন্নাই সিটি
- তেরেঙ্গানু এফসি
- টিসি স্পোর্টস ক্লাব
- ইয়াং এলিফ্যান্টস
ড্র
[সম্পাদনা]১১ অক্টোবর, ২০১৯ সালে ঢাকার মতিঝিলের বাবুফে ভবনে ড্র অনুষ্ঠিত হয়। আট দলকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের দুটি দলই সেমিফাইনালে উঠবে।[৯]
গ্রুপ ড্র
[সম্পাদনা]গ্রুপ এ | গ্রুপ বি |
---|---|
চট্টগ্রাম আবাহনী (স্বাগতিক) | বসুন্ধরা কিংস |
মোহনবাগান | গোকুলাম কেরালা |
টিসি স্পোর্টস ক্লাব | চেন্নাই সিটি |
ইয়াং এলিফ্যান্টস | তেরেঙ্গানু এফসি |
মাঠ
[সম্পাদনা]চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম | |
---|---|
এম এ আজিজ স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ২০,০০০ | |
গ্রুপ পর্ব
[সম্পাদনা]গ্রুপ এ
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | চট্টগ্রাম আবাহনী (H) | ৩ | ২ | ০ | ১ | ৮ | ৩ | +৫ | ৬ | সেমিফাইনালে অগ্রসর |
২ | মোহনবাগান | ৩ | ২ | ০ | ১ | ৪ | ২ | +২ | ৬ | |
৩ | ইয়াং এলিফ্যান্টস | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৬ | ০ | ৬ | |
৪ | টিসি স্পোর্টস ক্লাব | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৮ | −৬ | ০ |
টিসি স্পোর্টস ক্লাব | ১–৪ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
মোহনবাগান | ১–২ | ইয়াং এলিফ্যান্টস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
টিসি স্পোর্টস ক্লাব | ০–২ | মোহনবাগান |
---|---|---|
প্রতিবেদন |
ইয়াং এলিফ্যান্টস | ২–৪ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
ইয়াং এলিফ্যান্টস | ২−১ | টিসি স্পোর্টস ক্লাব |
---|---|---|
|
প্রতিবেদন |
|
চট্টগ্রাম আবাহনী | ০–১ | মোহনবাগান |
---|---|---|
প্রতিবেদন |
|
গ্রুপ বি
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | তেরেঙ্গানু এফসি | ৩ | ২ | ১ | ০ | ৯ | ৫ | +৪ | ৭ | সেমিফাইনালে অগ্রসর |
২ | গোকুলাম কেরালা | ৩ | ২ | ১ | ০ | ৫ | ১ | +৪ | ৭ | |
৩ | বসুন্ধরা কিংস | ৩ | ১ | ০ | ২ | ৬ | ৯ | −৩ | ৩ | |
৪ | চেন্নাই সিটি | ৩ | ০ | ০ | ৩ | ৫ | ১০ | −৫ | ০ |
চেন্নাই সিটি | ৩–৫ | তেরেঙ্গানু এফসি |
---|---|---|
প্রতিবেদন |
বসুন্ধরা কিংস | ১–৩ | গোকুলাম কেরালা |
---|---|---|
|
প্রতিবেদন |
বসুন্ধরা কিংস | ৩–২ | চেন্নাই সিটি |
---|---|---|
|
প্রতিবেদন |
তেরেঙ্গানু এফসি | ০−০ | গোকুলাম কেরালা |
---|---|---|
প্রতিবেদন |
গোকুলাম কেরালা | ২−০ | চেন্নাই সিটি |
---|---|---|
|
প্রতিবেদন |
তেরেঙ্গানু এফসি | ৪−২ | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন |
|
নকআউট পর্ব
[সম্পাদনা]সেমি ফাইনাল | ফাইনাল | |||||||
এ১ | চট্টগ্রাম আবাহনী (অ.স.প.) | ৩ | ||||||
বি২ | গোকুলাম কেরালা | ২ | ||||||
এ১ | চট্টগ্রাম আবাহনী | ১ | ||||||
বি১ | তেরেঙ্গানু এফসি | ২ | ||||||
বি১ | তেরেঙ্গানু এফসি | ৪ | ||||||
এ২ | মোহনবাগান | ২ |
সেমি-ফাইনাল
[সম্পাদনা]চট্টগ্রাম আবাহনী | ৩–২ (অ.স.প.) | গোকুলাম কেরালা |
---|---|---|
|
প্রতিবেদন |
তেরেঙ্গানু এফসি | ৪–২ | মোহনবাগান |
---|---|---|
প্রতিবেদন |
ফাইনাল
[সম্পাদনা]চট্টগ্রাম আবাহনী | ১−২ | তেরেঙ্গানু এফসি |
---|---|---|
|
প্রতিবেদন |
গোলদাতা
[সম্পাদনা]এই প্রতিযোগিতায় ১৫টি ম্যাচে ৫৯টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৩.৯৩টি গোল।
- ৬টি গোল
- ৪টি গোল
- ব্রুনো সুজুকি (তেরেঙ্গানু এফসি)
- ম্যাথু চিনেদু (চট্টগ্রাম আবাহনী)
- হেনরি কিসেক্কা (গোকুলাম কেরালা)
- ৩ গোল
- দিদিয়ের ব্রোসো (চট্টগ্রাম আবাহনী)
- সোমক্সে কেওহানাম (ইয়াং এলিফ্যান্টস)
- মোহাম্মদ জালাল কদুহ (বসুন্ধরা কিংস)
- লুকা রোটকোভিচ (চট্টগ্রাম আবাহনী)
- ২টি গোল
- মাসুর শরীফ (চেন্নাই সিটি)
- বাউনফচান বউঙ্কং (ইয়াং এলিফ্যান্টস)
- আজালিনুল্লাহ আলিয়াস (তেরেঙ্গানু এফসি)
- পেদ্রো মানজি (চেন্নাই সিটি)
- ফ্রান গঞ্জালেজ (মোহনবাগান)
- ১টি গোল
- জামাল ভূইয়া (চট্টগ্রাম আবাহনী)
- ইয়াসিন আরাফাত (চট্টগ্রাম আবাহনী)
- মতিন মিয়া (বসুন্ধরা কিংস)
- দানিয়েল কোলিন্দ্রেস (বসুন্ধরা কিংস)
- লালরোমাওয়াইয়া (গোকুলাম কেরালা)
- ভিপি সুহাইর (মোহনবাগান)
- কাতসুমি ইউসা (চেন্নাই সিটি)
- বখতিয়ার দুইশাবিয়াকাফ (বসুন্ধরা কিংস)
- আফিক্সে থানাখান্তি (ইয়াং এলিফ্যান্টস)
- হেয়ারি হাকিম (তেরেঙ্গানু এফসি)
- রহমত মাকাসুফ (তেরেঙ্গানু এফসি)
- সিয়াফিক ইসমাইল (তেরেঙ্গানু এফসি)
- ইসমাইল ইসা (টিসি স্পোর্টস ক্লাব)
- মোহাম্মদ সামির (টিসি স্পোর্টস ক্লাব)
- জুলেন কলিনাস (মোহনবাগান)
- সালভা চামোরো (মোহনবাগান)
- ড্যানিয়েল সাইরাস (মোহনবাগান)
- মার্কাস জোসেফ (গোকুলাম কেরালা)
- নাথানিয়েল গার্সিয়া (গোকুলাম কেরালা)
বিজয়ী
[সম্পাদনা]২০১৯ শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এর বিজয়ী |
---|
তেরেঙ্গানু এফসি প্রথম শিরোপা |
প্রাইজমানি
[সম্পাদনা]চূড়ান্ত অবস্থান | প্রাইজমানি |
---|---|
চ্যাম্পিয়ন | মার্কিন ডলার $৫০,০০০ |
রানার্স-আপ | মার্কিন ডলার $২৫,০০০ |
ম্যান অব দ্য ম্যাচ | মার্কিন ডলার $৫০০ |
ম্যান অব দ্য টুর্নামেন্ট | মার্কিন ডলার $১০০০ |
সংবাদমাধ্যম সম্প্রচার
[সম্পাদনা]- বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেল চ্যানেল ৯ , বাংলা টিভি এবং বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দেশগুলির পাশাপাশি বিশ্বের বাকি সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করে।
- অনলাইন স্ট্রিম:ইউটিউব চ্যানেল সিপ্লাস টিভি ইউটিউবে সরাসরি সম্প্রচার করে ।
- বাংলাদেশ বেতার ১০৪.০ এফএম স্টেডিয়াম থেকে সমস্ত ম্যাচের লাইভ ধারাভাষ্য সম্প্রচার করে।
- প্রিন্ট মিডিয়া পার্টনার হল দ্য ডেইলি স্টার এছাড়াও বনিক বার্তা ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "East Bengal, Mohun Bagan & Mohammedan invited to Sheikh Kamal International Club Cup in Bangladesh"। Khel Now। ১০ আগস্ট ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "শেখ কামাল ক্লাব কাপে খেলতে আসছে মালয়েশিয়া ও লাওসের দল"। জাগো নিউজ। ৩ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ https://www.thedailystar.net/bangla/খেলা/শেখ-কামাল-আন্তর্জাতিক-ক্লাব-কাপে-চোখ-রাখবেন-যাদের-ওপর-123571
- ↑ "Sheikh Kamal Club Cup starts October 19"। ঢাকা ট্রিবিউন। ২০১৯-০৮-২৫। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Gokulam Kerala FC Dominate Chennai City FC to Reach Sheikh Kamal International Club Cup Semis"। News18.com। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২১।
- ↑ "Former champions in one group"। দ্য ডেইলি স্টার। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Terengganu down Ctg Abahani"। ঢাকা ট্রিবিউন। ৩১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯।
- ↑ "ক্লাব কাপে কিংস-আবাহনী একসঙ্গে ড্র"। ঢাকা ট্রিবিউন। ১১ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Eight teams including five foreign clubs will participate in Sheikh Kamal Football"। unb.com.bd। ১০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।