২০০৭–০৮ আই-লিগ
অবয়ব
মৌসুম | ২০০৭-০৮ |
---|---|
তারিখ | ২৪ নভেম্বর ২০০৭ – ১৯ মে ২০০৮ |
চ্যাম্পিয়ন | ডেম্পো এসসি ১ম আই লিগ শিরোপা ৩য় ভারতীয় শিরোপা |
অবনমন | ভিভা কেরালা সালগাওকর |
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ | ডেম্পো |
এএফসি কাপ | মোহনবাগান (ফেডারেশন কাপ বিজয়ী) |
মোট খেলা | ৯০ |
মোট গোলসংখ্যা | ২২৬ (ম্যাচ প্রতি ২.৫১টি) |
শীর্ষ গোলদাতা | ওডাফা ওনিয়েকা ওকোলি |
২০০৮–০৯ → |
২০০৭–০৮ আই-লিগ ২৪ নভেম্বর ২০০৭ তারিখে ফাতোর্দা স্টেডিয়াম, মারগাও, গোয়াতে শুরু হয়। মৌসুমের প্রথম ম্যাচটি দুটি গোয়ান ক্লাব ডেম্পো এবং সালগাওকারের মধ্যে খেলা হয়েছিল।
আই-লিগের শীর্ষ দল ২০০৯ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিল, যেখানে নীচের দুটি দল পরের মৌসুমে আই-লিগের দ্বিতীয় বিভাগে নামিয়েছিল।
দলসমূহ
[সম্পাদনা]পয়েন্ট তালিকা
[সম্পাদনা]অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ডেম্পো (C) | ১৮ | ১০ | ৬ | ২ | ৩৫ | ১৩ | +২২ | ৩৬ | ২০০৯ এএফসি চ্যাম্পিয়নস লিগ- এ উত্তীর্ণ |
২ | চার্চিল ব্রাদার্স | ১৮ | ১১ | ৩ | ৪ | ৪০ | ২২ | +১৮ | ৩৬ | |
৩ | জেসিটি | ১৮ | ৯ | ৬ | ৩ | ৩১ | ১৪ | +১৭ | ৩৩ | |
৪ | মোহনবাগান | ১৮ | ৮ | ৬ | ৪ | ২২ | ১৭ | +৫ | ৩০ | ২০০৯ এএফসি কাপ গ্রুপ পর্ব[ক] |
৫ | মহিন্দ্র ইউনাইটেড | ১৮ | ৭ | ৭ | ৪ | ২৪ | ১৮ | +৬ | ২৮ | |
৬ | ইস্টবেঙ্গল | ১৮ | ৫ | ৪ | ৯ | ১৭ | ২৩ | −৬ | ১৯ | |
৭ | স্পোর্টিং গোয়া | ১৮ | ৪ | ৭ | ৭ | ১৪ | ২৪ | −১০ | ১৯ | |
৮ | এয়ার ইন্ডিয়া | ১৮ | ৩ | ৮ | ৭ | ১০ | ২০ | −১০ | ১৭ | |
৯ | ভিভা কেরালা (R) | ১৮ | ৩ | ৩ | ১২ | ১৩ | ৩৮ | −২৫ | ১২ | ২০০৯ আই লিগ দ্বিতীয় বিভাগ-এ অবনতি |
১০ | সালগাওকর (R) | ১৮ | ১ | ৮ | ৯ | ২০ | ৩৭ | −১৭ | ১১ |
২৩ ফেব্রুয়ারি ২০০৮ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়াফুটি.কম
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
- ↑ মোহনবাগান ২০০৮ ইন্ডিয়ান ফেডারেশন কাপ বিজয়ী হিসেবে ২০০৯ এএফসি কাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল।
ফলাফল
[সম্পাদনা]সর্বোচ্চ গোলদাতা
[সম্পাদনা]সর্বশেষ হালনাগাদ: ২৩ ফেব্রুয়ারি ২০০৮
- সূত্র:[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "I-League 2007–08"। Indian Football। ২৪ নভেম্বর ২০১১। ১৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আই লিগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে