বিষয়বস্তুতে চলুন

ডেম্পো স্পোর্টস ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেম্পো
logo
ডেম্পোর লোগো (১৯৬৮-২০১০)
পূর্ণ নামডেম্পো স্পোর্টস ক্লাব
ডাকনামদ্য হোয়াইটস , গোল্ডেন ঈগলস্
প্রতিষ্ঠিত১৯৬৮; ৫৬ বছর আগে (1968)
মাঠডুলের স্টেডিয়াম, মাপুসা , গোয়া
ধারণক্ষমতা১০,০০০
মালিকডেম্পো মাইনিং কর্পোরেশন লিমিটেড
সভাপতিশ্রীনিবাস ডেম্পো
ম্যানেজারসমীর নাইক
লিগআই-লিগ
২০০৭-০৮বিজয়ী (প্রথম)

ডেম্পো স্পোর্টস ক্লাব গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত গোয়া পেশাদারি লিগ-এর পাঞ্জিম, গোয়ার একটি দল। পূর্বের সর্বভারতীয় এই দলটি আই-লিগের বিজয়ী দল ছিল । ডেম্পো এসসি প্রথম ভারতীয় ফুটবল ক্লাব , যেটি ২০০৮ সালে এএফসি কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছিল ।

ইতিহাস

[সম্পাদনা]

২০১৪-১৫ মরসুমে আই লীগ থেকে অবনমিত হিসেবে চিহ্নিত হয়। ২০১৫-১৬ আই লীগ দ্বিতীয় ডিভিশন থেকে বিজয়ী হিসেবে ২০১৬-১৭ আই লীগ-এ ফিরে এলেও সালগাঁওকার ও স্পোর্টিং ক্লাব দে গোয়ার সাথে মিলিত ভাবে আই লীগ থেকে নাম প্রত্যাহার করে নেয়।

খেলোয়াড়

[সম্পাদনা]

প্রথম দলের স্কোয়াড

[সম্পাদনা]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো ভারত মেলরয় ফার্নান্দেস
ভারত সাইয়েশ বাগকার
ভারত গৌরব ভাইগঙ্কর
ভারত শুভম মালভাঙ্কর
ভারত প্রথভেশ পেডনেকর
ভারত অ্যারিস্টন কস্তা
ভারত বিভান ডি'মেলো
ভারত ডেসমন পেরেইরা
ভারত লতেশ মান্দ্রেকর
১১ ভারত সুরজ হাডকনকার
১২ ভারত কানাইয়া কামতি
১৩ ভারত নীরজ পারেখ
১৪ ভারত পেদ্রো গনসালভেস
নং অবস্থান খেলোয়াড়
১৫ ভারত Danstan Fernandes
১৬ ভারত Nigel Fernandes
১৭ ভারত Kirtikesh Gadekar
১৮ ভারত Edwin Viegas
১৯ ভারত Aman Govekar
২০ ভারত Velanco Rodrigues
২১ ভারত Darrell Mascarenhas
২২ ভারত Myron Fernandes
২৩ ভারত Rajat Harijan
২৫ ভারত Richard Cardoz
২৭ ভারত Necio Fernandes
৩০ গো ভারত Wellyster Mendes
৩২ ভারত Vinay Harji
৩৩ গো ভারত Ryan Souza

অবসরপ্রাপ্ত সংখ্যা

[সম্পাদনা]

সম্মান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]

২০০৮ এএফসি কাপ

[সম্পাদনা]

নাইজেরিয়ান পেশাদার ফুটবলার রান্টি মার্টিন্স, চিদি এদেহ এবং ব্রাজিলীয় বেটো-এর দুরন্ত পারফরম্যান্সে এই ক্লাবটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়।

দলটির প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ডেম্পোর প্রাক্তনী ভারতীয় আরমান্দো কোলাকো

গ্রুপ পর্বে বাহরাইন পেশাদার ফুটবল ক্লাব আল-মুহাররাক এসসি-কে বাহরাইনের মাঠে ২-১ গোলে হারায়, যারা পরবর্তীতে টুর্নামেন্ট বিজয়ী হয়। এছাড়া সিঙ্গাপুরের লায়ন সিটি সেলার্স এফসি এবং লেবাননের আল আনসার এফসি কে পরাজিত করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ""The Last Goal – Remembering Cristiano Junior" at Feverpitch, 5 December 2012"। ১০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।