বিষয়বস্তুতে চলুন

এয়ার ইন্ডিয়া ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ার ইন্ডিয়া
পূর্ণ নামএয়ার ইন্ডিয়া ফুটবল ক্লাব
ডাকনামদ্য পাইলটস
প্রতিষ্ঠিত১৯৫২; ৭২ বছর আগে (1952)
মাঠকুপারেজ গ্রাউন্ড
ধারণক্ষমতা৫,০০০[]
সভাপতিভারত এয়ার ইন্ডিয়া লিমিটেড
ম্যানেজারভারত গডফ্রে পেরেইরা
লিগএমএফএ এলিট কর্পোরেট লিগ
২০২২–২৩১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এয়ার ইন্ডিয়া ফুটবল ক্লাব (ইংরেজি: Air India FC; সাধারণত এয়ার ইন্ডিয়া এফসি এবং সংক্ষেপে এয়ার ইন্ডিয়া নামে পরিচিত) হচ্ছে মুম্বই ভিত্তিক একটি ভারতীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ভারতের প্রদান করা হয়নি স্তরের ফুটবল লিগ এমএফএ এলিট কর্পোরেট লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কুপারেজ গ্রাউন্ডে দ্য পাইলটস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভারতীয় সাবেক ফুটবল খেলোয়াড় গডফ্রে পেরেইরা এবং মালিকানার দায়িত্বে রয়েছে এয়ার ইন্ডিয়া লিমিটেড[][] এয়ার ইন্ডিয়া হচ্ছে এমএফএ এলিট কর্পোরেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০২২–২৩ মৌসুমে ক্লাবের ইতিহাসে ৯ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

ঘরোয়া ফুটবলে, এয়ার ইন্ডিয়া এপর্যন্ত ৩০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে নয়টি এমএফএ এলিট কর্পোরেট লিগ, একটি ভারত জাতীয় ফুটবল লিগ এবং একটি ডুরান্ড কাপ শিরোপা রয়েছে। খালিদ জামিল, স্টিভেন ডিয়াস, গোর্কা গুয়ারোশেনা মেনার্কেস, নিরমল ছেত্রী এবং মুজতবা ফাইজের মতো খেলোয়াড়গণ এয়ার ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]