বিষয়বস্তুতে চলুন

হাসান হাফিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি[]দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক[] হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে প্রায় দুই শত গ্রন্থ রচনা করেছেন।[]

জন্ম ও পড়াশোনা

[সম্পাদনা]

কবি হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সােনারগাঁও উপজেলার এলাহি নগর গ্রামে।[] তিনি হােসেনপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগে দুইবার এম.এ. ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

কবি হাসান হাফিজ সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি প্রায় চার দশক ধরে বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। তার কর্মজীবন শুরু হয় দৈনিক বাংলায়। এরপর দৈনিক জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ (বর্তমানে পাক্ষিক), বৈশাখী টেলিভিশন এবং আমার দেশ-এ নিযুক্ত ছিলেন।[] তিনি ২৭ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের বিখ্যাত পত্রিকা দৈনিক কালের কণ্ঠে সম্পাদক হিসেবে কাজ শুরু করেন।[]

সাহিত্য কর্ম

[সম্পাদনা]

কবি হাসান হাফিজ যখন বিদ্যালয়ে পড়াশোনা করতেন, তখন তার প্রথম ছড়া ছাপা হয় ইত্তেফাকের কচি কাঁচার আসরে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘এখন যৌবন যার’ প্রকাশিত হয়েছে ১৯৮২ সালে।[] এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ প্রায় ১৯০টি। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো: এখন যৌবন যার, অবাধ্য অর্জুন, অপমানে বেজে উঠি, জলরেখায় শব্দজোড়, হয়তো কিছু হবে, ছড়াসমগ্র, রূপকথা সমগ্র ১-৪, বিদেশিনী বধূ, রবীন্দ্রনাথ: দেশে ভাষণ, টাকডুম টাকডুম বাজে, ছড়ার গাড়ি দূরের পাড়ি, জোড়া হাতি রিমান্ডে, সত্যি সেলুকাস,ফুল পাখি নদীও বিপদে ইত্যাদি।[]

প্রেসক্লাবের সভাপতি

[সম্পাদনা]

কবি হাসান হাফিজ ১১ আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন। এর পূর্বে তিনি জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।[] এছাড়া তিনি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি প্রায় ১৫টি দেশ ভ্রমণ করেছেন।

পুরস্কার

[সম্পাদনা]

কবি হাসান হাফিজ সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। এর মধ্যে রয়েছে অগ্রণী ব্যাঙ্ক শিশুসাহিত্য পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা, ডাকসু সাহিত্য পুরস্কার, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, ঢাকা রিপাের্টার্স ইউনিটি লেখক সম্মাননা, কবিতালাপ পুরস্কার, কবি জসীম উদ্দীন স্মৃতি পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, স্বপ্নকুঁড়ি পদক ইত্যাদি।

পরিবার

[সম্পাদনা]

কবি হাসান হাফিজের স্ত্রীর নাম শাহীন আখতার। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। তাদের একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৮-১১)। "জাতীয় প্রেস ক্লাবের নতুন সভাপতি হাফিজ, সম্পাদক আইয়ুব"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৭ 
  2. Dhakatimes24.com। "কালের কণ্ঠের সম্পাদক হলেন কবি হাসান হাফিজ"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৭ 
  3. "হাসান হাফিজ"Anyaprokash (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৭ 
  4. "কবিবন্ধু হাসান হাফিজ সম্পর্কে কিছু কথা"www.kalerkantho.com। 2016-10। সংগ্রহের তারিখ 2024-08-27  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. হাসান, কামরুল (১৪ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ)। "নিরন্তর সৃষ্টিশীল কবি হাসান হাফিজ"দৈনিক ভোরের কাগজ  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. প্রতিবেদক, নিজস্ব (২০২৪-০৮-১১)। "জাতীয় প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৭