হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়
অবস্থান
হরিণবেড়, নাসিরনগর, ব্রাক্ষ্মণবাড়িয়া

৩৪৩২

তথ্য
ধরনউচ্চ বিদ্যালয়
নীতিবাক্যশিক্ষা-সংস্কৃতি-শান্তি-প্রগতি "শিক্ষা জাতির মেরুদণ্ড"
প্রতিষ্ঠাকাল১৯৮৪ (1984)
প্রতিষ্ঠাতাশাহজাহান চেয়ারম্যান
বিদ্যালয় বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাব্রাহ্মণবাড়িয়া
সভাপতিশিরিন আক্তার চৌধুরী
প্রধান শিক্ষকমোস্তাক উদ্দিন আহমেদ (ভারপ্রাপ্ত)
অনুষদ৩টি(বিজ্ঞান,ব্যবসা শিক্ষা এবং মানবিক)
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
ভাষাবাংলা
সময়সূচিসকাল ১০.০০টা থেকে বিকেল ৫.০০টা
শ্রেণীকক্ষ১৬টি কক্ষ
ক্যাম্পাসের ধরনশেখ রাসেল স্কুল অব ফিউচার
রং         নীল ও সাদা
অ্যাথলেটিক্সক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন ইত্যাদি
মাস্কটবইয়ের সঙ্গে আলোকিত মোমবাতি
স্বীকৃতিকুমিল্লা বোর্ড
শ্রেণী কার্যক্রমক শাখা: ৬ষ্ঠ-১০ম
খ শাখা: ৬ষ্ঠ -১০ম
বিদ্যালয়ের ধরনবালক - বালিকা

হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় (শেখ রাসেল স্কুল অব ফিউচার) ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শাহজাহান চেয়ারম্যান এবং হাজী সোনা মিয়া কর্তৃক ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়[১] হিসেবে যাত্রা শুরু করে । এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুব্যবস্থা রয়েছে। এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে। বর্তমানে এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন আইসিটি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল স্কুল অব ফিউচার করা হয়েছে।

শেখ রাসেল স্কুল অব ফিউচার[সম্পাদনা]

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলায় ২০২১-২০২২ অর্থ বছরে ৬ টি সংসদীয় আসনে ৬ টি শেখ রাসেল স্কুল অব ফিউচার স্থাপন করা হয়েছে।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব[সম্পাদনা]

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় নাসিরনগর উপজেলার হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়।

অবস্থান[সম্পাদনা]

হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয় বাংলাদেশের পূর্ব-মধ্য অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি মাধবপুর টু নাসিরনগর সরকের পাশে অবস্থিত। বিদ্যালয়টির দক্ষিণ পাশে হরিণবেড় বাজার।

ইতিহাস[সম্পাদনা]

ইতিহাস সূত্রে জানা যায়, প্রাক্তন চেয়ারম্যান শাহজাহান' এবং হাজী সোনা মিয়া এই প্রতিষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ করেন। ১৯৮৪ সালে শাহজাহান চেয়ারম্যান এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুসারে এই বিদ্যালয়ের নামকরণ করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নাসিরনগর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৫